Arnob - Chader Hashi - traduction des paroles en russe

Paroles et traduction Arnob - Chader Hashi




চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো
চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো
রজনীগন্ধা, তোমার গন্ধসুধা ঢালো
রজনীগন্ধা, তোমার গন্ধসুধা ঢালো
চাঁদের হাসির বাঁধ ভেঙেছে
চাঁদের হাসির বাঁধ ভেঙেছে
পাগল হাওয়া বুঝতে নারে
পাগল হাওয়া বুঝতে নারে
ডাক পড়েছে কোথায় তারে
ডাক পড়েছে কোথায় তারে
পাগল হাওয়া বুঝতে নারে
পাগল হাওয়া বুঝতে নারে
ডাক পড়েছে কোথায় তারে
ডাক পড়েছে কোথায় তারে
ফুলের বনে যার পাশে যায় তারেই লাগে ভালো
ফুলের বনে যার পাশে যায় তারেই লাগে ভালো
রজনীগন্ধা, তোমার গন্ধসুধা ঢালো
রজনীগন্ধা, তোমার গন্ধসুধা ঢালো
চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো
চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো
রজনীগন্ধা, তোমার গন্ধসুধা ঢালো
রজনীগন্ধা, তোমার গন্ধসুধা ঢালো
চাঁদের হাসির বাঁধ ভেঙেছে
চাঁদের হাসির বাঁধ ভেঙেছে
নীল গগণের ললাটখানি চন্দনে আজ মাখা
নীল গগণের ললাটখানি চন্দনে আজ মাখা
বাণীবনের হংসমিথুন মেলেছে আজ পাখা
বাণীবনের হংসমিথুন মেলেছে আজ পাখা
পারিজাতের কেশর নিয়ে ধরায় শশী ছড়াও কী এ?
পারিজাতের কেশর নিয়ে ধরায় শশী ছড়াও কী এ?
পারিজাতের কেশর নিয়ে ধরায় শশী ছড়াও কী এ?
পারিজাতের কেশর নিয়ে ধরায় শশী ছড়াও কী এ?
ইন্দ্রপুরীর কোন রমণী বাসরপ্রদীপ জ্বালো
ইন্দ্রপুরীর কোন রমণী বাসরপ্রদীপ জ্বালো
রজনীগন্ধা, তোমার গন্ধসুধা ঢালো
রজনীগন্ধা, তোমার গন্ধসুধা ঢালো
চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো
চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো
রজনীগন্ধা, তোমার গন্ধসুধা ঢালো
রজনীগন্ধা, তোমার গন্ধসুধা ঢালো
চাঁদের হাসির বাঁধ ভেঙেছে
চাঁদের হাসির বাঁধ ভেঙেছে






Attention! N'hésitez pas à laisser des commentaires.