Arnob - Dikbidik - traduction des paroles en russe

Paroles et traduction Arnob - Dikbidik




দিকবিদিক আঁধারঝরা রোদে
দিকবিদিক আঁধারঝরা রোদে
এখনো ঘুম, ঘুমকাতুরে ছায়া
এখনো ঘুম, ঘুমকাতুরে ছায়া
অন্ধকার কথার আলো খোঁজে
অন্ধকার কথার আলো খোঁজে
ক্লান্ত রাতে জোছনামাখা মায়া
ক্লান্ত রাতে জোছনামাখা মায়া
দিকবিদিক আঁধারঝরা রোদে
দিকবিদিক আঁধারঝরা রোদে
এখনো ঘুম, ঘুমকাতুরে ছায়া
এখনো ঘুম, ঘুমকাতুরে ছায়া
অন্ধকার কথার আলো খোঁজে
অন্ধকার কথার আলো খোঁজে
ক্লান্ত রাতে জোছনামাখা মায়া
ক্লান্ত রাতে জোছনামাখা মায়া
কোথাও বুঝি বৃষ্টি হবে খুব
কোথাও বুঝি বৃষ্টি হবে খুব
দেওয়াল বেয়ে গুল্মলতা হাসে
দেওয়াল বেয়ে গুল্মলতা হাসে
পথ ভুলেছে নিবিষ্ট হণ্টক
পথ ভুলেছে নিবিষ্ট হণ্টক
পায়ের পাতা ভিজিয়ে নিয়ে ঘাসে
পায়ের পাতা ভিজিয়ে নিয়ে ঘাসে
কোথাও বুঝি বৃষ্টি হবে খুব
কোথাও বুঝি বৃষ্টি হবে খুব
দেওয়াল বেয়ে গুল্মলতা হাসে
দেওয়াল বেয়ে গুল্মলতা হাসে
পথ ভুলেছে নিবিষ্ট হণ্টক
পথ ভুলেছে নিবিষ্ট হণ্টক
পায়ের পাতা ভিজিয়ে নিয়ে ঘাসে
পায়ের পাতা ভিজিয়ে নিয়ে ঘাসে
একেকটা দিন কাটে তুমুল সুখে
একেকটা দিন কাটে তুমুল সুখে
একেকটা দিন ইচ্ছে-কান্না ঘোর
একেকটা দিন ইচ্ছে-কান্না ঘোর
একেকটা রাত আদরছোঁয়া হাতে
একেকটা রাত আদরছোঁয়া হাতে
আগল দিয়ে রাখে মনের দোর
আগল দিয়ে রাখে মনের দোর
একেকটা দিন কাটে তুমুল সুখে
একেকটা দিন কাটে তুমুল সুখে
একেকটা দিন ইচ্ছে-কান্না ঘোর
একেকটা দিন ইচ্ছে-কান্না ঘোর
একেকটা রাত আদরছোঁয়া হাতে
একেকটা রাত আদরছোঁয়া হাতে
আগল দিয়ে রাখে মনের দোর
আগল দিয়ে রাখে মনের দোর
কোথাও বুঝি বৃষ্টি হবে খুব
কোথাও বুঝি বৃষ্টি হবে খুব
দেওয়াল বেয়ে গুল্মলতা হাসে
দেওয়াল বেয়ে গুল্মলতা হাসে
পথ ভুলেছে নিবিষ্ট হণ্টক
পথ ভুলেছে নিবিষ্ট হণ্টক
পায়ের পাতা ভিজিয়ে নিয়ে ঘাসে
পায়ের পাতা ভিজিয়ে নিয়ে ঘাসে
কোথাও বুঝি বৃষ্টি হবে খুব
কোথাও বুঝি বৃষ্টি হবে খুব
দেওয়াল বেয়ে গুল্মলতা হাসে
দেওয়াল বেয়ে গুল্মলতা হাসে
পথ ভুলেছে নিবিষ্ট হণ্টক
পথ ভুলেছে নিবিষ্ট হণ্টক
পায়ের পাতা ভিজিয়ে নিয়ে ঘাসে
পায়ের পাতা ভিজিয়ে নিয়ে ঘাসে





Writer(s): Sahana


Attention! N'hésitez pas à laisser des commentaires.