Raghab Chatterjee - Jagote Ananodo Jogey - traduction des paroles en russe

Paroles et traduction Raghab Chatterjee - Jagote Ananodo Jogey




জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ
জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ
ধন্য হল, ধন্য হল মানবজীবন
ধন্য হল, ধন্য হল মানবজীবন
জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ
জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ
নয়ন আমার রূপের পুরে
নয়ন আমার রূপের পুরে
সাধ মিটায়ে বেড়ায় ঘুরে
সাধ মিটায়ে বেড়ায় ঘুরে
নয়ন আমার রূপের পুরে
নয়ন আমার রূপের পুরে
সাধ মিটায়ে বেড়ায় ঘুরে
সাধ মিটায়ে বেড়ায় ঘুরে
শ্রবণ আমার গভীর সুরে হয়েছে মগন
শ্রবণ আমার গভীর সুরে হয়েছে মগন
জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ
জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ
ধন্য হল, ধন্য হল মানবজীবন
ধন্য হল, ধন্য হল মানবজীবন
তোমার যজ্ঞে দিয়েছ ভার
তোমার যজ্ঞে দিয়েছ ভার
বাজাই আমি বাঁশি
বাজাই আমি বাঁশি
গানে গানে গেঁথে বেড়াই
গানে গানে গেঁথে বেড়াই
প্রাণের কান্না হাসি
প্রাণের কান্না হাসি
এখন সময় হয়েছে কি
এখন সময় হয়েছে কি
সভায় গিয়ে তোমায় দেখি
সভায় গিয়ে তোমায় দেখি
এখন সময় হয়েছে কি
এখন সময় হয়েছে কি
সভায় গিয়ে তোমায় দেখি
সভায় গিয়ে তোমায় দেখি
জয়ধ্বনি শুনিয়ে যাব
জয়ধ্বনি শুনিয়ে যাব
মোর নিবেদন
মোর নিবেদন
জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ
জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ
ধন্য হল, ধন্য হল মানবজীবন
ধন্য হল, ধন্য হল মানবজীবন
জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ
জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ






Attention! N'hésitez pas à laisser des commentaires.