Various Artists - Bolo Sokhi Bolo - перевод текста песни на русский

Текст и перевод песни Various Artists - Bolo Sokhi Bolo




বলো সখী, বলো তারি নাম
বলো সখী, বলো তারি নাম
আমার কানে কানে
আমার কানে কানে
বলো বলো বলো
বলো বলো বলো
আমার কানে কানে
আমার কানে কানে
বলো সখী, বলো তারি নাম
বলো সখী, বলো তারি নাম
আমার কানে কানে
আমার কানে কানে
বলো বলো বলো
বলো বলো বলো
আমার কানে কানে-
আমার কানে কানে-
যে-নাম বাজে তোমার বীণার
যে-নাম বাজে তোমার বীণার
তানে তানে॥
তানে তানে॥
বলো বলো
বলো বলো
আমার কানে কানে -
আমার কানে কানে -
বসন্তবাতাসে বনবীথিকায়
বসন্তবাতাসে বনবীথিকায়
সে-নাম মিলে যাবে,
সে-নাম মিলে যাবে,
বিরহীবিহঙ্গকলগীতিকায়
বিরহীবিহঙ্গকলগীতিকায়
সে নাম মদির হবে যে বকুলঘ্রাণে॥
সে নাম মদির হবে যে বকুলঘ্রাণে॥
বলো বলো
বলো বলো
আমার কানে কানে --//
আমার কানে কানে --//
((নাহয় সখীদের মুখে মুখে
((নাহয় সখীদের মুখে মুখে
সে নাম দোলা খাবে সকৌতুকে।
সে নাম দোলা খাবে সকৌতুকে।
পূর্ণিমারাতে একা যবে
পূর্ণিমারাতে একা যবে
অকারণে মন উতলা হবে
অকারণে মন উতলা হবে
সে-নাম শুনাইব গানে গানে॥))
সে-নাম শুনাইব গানে গানে॥))
রাগ: বেহাগ
রাগ: বেহাগ
তাল: দাদরা
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1345
রচনাকাল (বঙ্গাব্দ): 1345
রচনাকাল (খৃষ্টাব্দ): 1939
রচনাকাল (খৃষ্টাব্দ): 1939
স্বরলিপিকার: শান্তিদেব ঘোষ
স্বরলিপিকার: শান্তিদেব ঘোষ






Внимание! Не стесняйтесь оставлять отзывы.