Amit Kumar - Ake Ake Du Songtexte

Songtexte Ake Ake Du - Amit Kumar




একে একে দুই, চোখ দুটো ওই
যেন মনে হয়, সাগর অথই
দুই দুই চার, চোখের পাতার
আহা কি বাহার, যাই মরে যাই
একে একে দুই, চোখ দুটো ওই
যেন মনে হয়, সাগর অথই
দুই দুই চার, চোখের পাতার
আহা কি বাহার, যাই মরে যাই
তুমি প্লাস আমি, আমি প্লাস তুমি
যোগ দিলে তাই, প্রেম হয়ে যায়
তুমি প্লাস আমি, আমি প্লাস তুমি
যোগ দিলে তাই, প্রেম হয়ে যায়।।
তোমার রূপের, রূপকথাটি
অঙ্ক দিয়ে, গেলাম লিখে
আমার প্রাণের, এই ধারাপাত
ছড়িয়ে দিলাম, দিকে দিকে
তোমার রূপের, রূপকথাটি
অঙ্ক দিয়ে, গেলাম লিখে
আমার প্রাণের, এই ধারাপাত
ছড়িয়ে দিলাম, দিকে দিকে
তিন তিন ছয়, আরও পেলে তিন
সব নয় ছয়, করে সারাদিন
পাঁচ পাঁচ পাঁচ যে হয় পনেরো
পাঁচ করে মন ভাবে সাত সতেরো
তুমি প্লাস আমি, আমি প্লাস তুমি
যোগ দিলে তাই, প্রেম হয়ে যায়
তুমি প্লাস আমি, আমি প্লাস তুমি
যোগ দিলে তাই, প্রেম হয়ে যায়।।
এই পৃথিবী, যাই যে ভুলে,
আমায় ভুলি, তোমায় দেখে,
যত রকম, মিষ্টি আছে,
মিষ্টি তুমি, সবার থেকে,
এই পৃথিবী, যাই যে ভুলে
আমায় ভুলি, তোমায় দেখে
যত রকম, মিষ্টি আছে,
মিষ্টি তুমি, সবার থেকে
সাত সাত পাক, ঘোরার হদিস,
পাবো তা কখন, মন নিশপিশ
দশ দশ বিশ, ওই গালে তোমার
দিতে চাই কিস, এই মনটা আমার
তুমি প্লাস আমি, আমি প্লাস তুমি
যোগ দিলে তাই, প্রেম হয়ে যায়
তুমি প্লাস আমি, আমি প্লাস তুমি
যোগ দিলে তাই, প্রেম হয়ে যায়।।
একে একে দুই, চোখ দুটো ওই
যেন মনে হয়, সাগর অথই
দুই দুই চার, চোখের পাতার
আহা কি বাহার, যাই মরে যাই
তুমি প্লাস আমি, আমি প্লাস তুমি
যোগ দিলে তাই, প্রেম হয়ে যায়
তুমি প্লাস আমি, আমি প্লাস তুমি
যোগ দিলে তাই, প্রেম হয়ে যায়।।



Autor(en): BAPPI LAHIRI, PULAK BANERJEE


Attention! Feel free to leave feedback.