Songtexte Purano Sei - Arnob
আয়
আরেকটি
আবার
আয়
শখা
প্রাণের
মাঝে
আয়
মোরা
সুখের
দুঃখের
কথা
কবো
প্রাণ
জুরাবে
তায়
পুরানো
সেই
দিনের
কথা
ভুলবি
কি
রে
হায়?
ও
সেই
চোখে
দেখা,
প্রাণের
কথা,
সে
কি
ভোলা
যায়?
মোরা
ভোরের
বেলা
ফুল
তুলেছি,
দুলেছি
দোলায়
বাজিয়ে
বাঁশি
গান
গেয়েছি
বকুলের
তলায়
হায়
মাঝে
হল
ছাড়াছাড়ি,
গেলেম
কে
কোথায়?
আবার
দেখা
যদি
হল,
সখা,
প্রাণের
মাঝে
আয়
পুরানো
সেই
দিনের
কথা
ভুলবি
কি
রে
হায়?
ও
সেই
চোখে
দেখা,
প্রাণের
কথা,
সে
কি
ভোলা
যায়?
সে
কি
ভোলা
যায়?
(সে
কি
ভোলা
যায়?)
(সে
কি
ভোলা
যায়?)

Attention! Feel free to leave feedback.