Songtexte Old Cape Cod - John Prine , Mac Wiseman
একদিন আমি হেটে চলেছি পথে একা
হঠাৎ হোঁচট খেয়ে থমকে দেখি
চারিদিকে আঁধার
আঁধার আর আঁধার
আঁধার আর অজ্ঞতা
কোন দিন আমি গাইব সেই গান
যে গানে থাকবে না মলিন অহংকার
কোন দিন আমি গাইব সেই গান
যে গানে থাকবে শুধু জোসনার সচ্ছতা
আলোয় আলোয় ভরা চারিদিকে
তবু কেন ঘরে এত আঁধার
শুনি তবু শুনিনা
বুঝি তবু বুঝিনা
গানের মত গান নিয়ে কেন তাই
কোন দিন আমি গাইব সেই গান
যে গানে থাকবে মহাশুন্যের উদারতা
কোন দিন আমি গাইব সেই গান
যে গানে থাকবে সাগরের গানচিলের ডাক
বন্দী আমি নিজে নিস্তব্ধতায়
কন্ঠে আমার নেই কোন সুর
বন্ধ জানালার পাশে বসে আছি
ফুলের সুবাস পাই
আলোর দরজা খুলেও কেন খুলিনা
বারবার শুধু ছিটকে পড়ি
অশ্লীল কারাগারে
কি যেন কি পাবার
মোহে... মোহে
একদিন আমি হেটে চলেছি পথে একা

Attention! Feel free to leave feedback.