Tahsan - Hridoye Akromon Songtexte

Songtexte Hridoye Akromon - Tahsan




হৃদয়ে আক্রমণ চালালে,
আলোর মিছিলে জড়ালে,
একটু উষ্ঞতা গায়ে মাখালে,
রক্ত-মাংসের মানুষের আড়ালে।
শত প্রতিকুলতার মাঝে,
তোমাকে আমি পেয়েছি।
বৈরী আবহাওয়া ঝড়ের রাতে আশ্রয় পেয়েছি।
হারব না, আমি ছাড়ব না,
তবু ভালোবাসব না আমি তোমাকে।।
ব্যাপ্তিকাল ভেবে প্রেম কি হয়?
সত্য প্রেমের বলয় কি ছয়!
উষ্ঞতার অপেক্ষায় প্রেমের জয়...
ব্যপ্তিকাল ভেবে প্রেম কি হয়?
সত্য প্রেমের বলয় কি ছয়!
প্রতিকুলতার সংগ্রামে প্রেমের জয়...
বর্ম, পরিহিত রাজকুমার হতে তো পারি নি.
অন্ধপ্রেমে শুধু বিশ্বাসী যুগেও হয়েছি!
হারবো না, আমি ছাড়ব না,
তবু ভালোবাসব না তোমাকে।।
শত প্রতিকুলতার মাঝে,
তোমাকে আমি পেয়েছি।
বৈরী আবহাওয়া ঝড়ের
রাতে আশ্রয় পেয়েছি।
হারব না আমি ছাড়ব না,
তবু ভালোবাসব না তোমাকে।
হারব না আমি ছাড়ব না,
তবু ভালোবাসব না তোমাকে.
হারব না আমি ছাড়ব না,
তবু ভালোবাসব না তোমাকে॥



Autor(en): TAHSAN KHAN


Tahsan - Obhiman Amar
Album Obhiman Amar
Veröffentlichungsdatum
28-08-2017




Attention! Feel free to leave feedback.