Tahsan - Prarthonar Upohar Songtexte

Songtexte Prarthonar Upohar - Tahsan




প্রার্থনার উপহার আজ আমার
স্মিত অবয়বে
অপেক্ষার প্রহরশেষে
অবশেষে আমি নির্বাণে,
আজ আমার এই মনে
ক্ষত নেই বিশ্বাসে
নেই অভিনয়
সমাজের স্থুলভয়ে,
দাঁড়িয়ে মাথা উচুঁ করে
ঈর্ষাকাতর নির্বোধেরা
আজ ধুলোয় মিশে আছে পরাজয়ে॥
প্রার্থনায় তুমি এসো
কর্মজীবীদের দলে,
কর্মস্থলে তুমি আর আমি জয়ী।
ভীড়ো না ওদের দলে,
পরজীবীদের দলে!
কর্মস্থলে পরাজয়ী হীনমন্যতায়।
আজ আমার দলে
কোটি জনতা খেলে।
নেতিবাচকতা ওদের,
ছোঁয় না আমায়।
প্রার্থনায় এসো
তোদের আমার দলে
একসাথে মোরা আজ জয়ী।
প্রার্থনার উপহার আজ আমার
স্মিত অবয়বে,
অপেক্ষার প্রহরশেষে
অবশেষে আমি নির্বাণে,
আজ আমার মন
ক্ষত নেই বিশ্বাসে,
নেই অভিনয়
সমাজের স্থুলভয়ে!
দাঁড়িয়ে মাথা উচুঁ করে
ঈষাকাতর নির্বোধেরা
আজ ধুলোয় মিশ।।।



Autor(en): nahid noman orup, tahsan


Tahsan - Obhiman Amar
Album Obhiman Amar
Veröffentlichungsdatum
28-08-2017




Attention! Feel free to leave feedback.