Abhijeet - Se To Elo Na Lyrics

Lyrics Se To Elo Na - Abhijeet



সে তো এলো না, সে এলো না, কেনো এলো না, জানি না
হারলো কি আঁধারেতে, নিভে গেল দীপ য্ কেন জানি না
জানিনা কি দোষে জীবনও, দিয়ে গেল ফাঁকি,
ভুল করে তারে মনটি দিয়েছি, আমি যে কি নিয়ে থাকি
এত জানা তবু আজও, মন তার কেন জানা গেলনা
চোখেরও দুয়ার থেকে মনেরও আঙিনা, বলো কতদূর
যে যায় সে যায় ফিরবারও পথ নাই, সে কি দূর বহুদূর
এত চেনা কেন তবু, কোনদিনও তারে বোঝা গেল না



Writer(s): MUKUL DUTTA, RAHUL DEV BURMAN, MUKUL DUTT


Abhijeet - Aaj Tumi Kato Dure
Album Aaj Tumi Kato Dure
date of release
22-04-2015




Attention! Feel free to leave feedback.