Arnob - Adhek Ghume - translation of the lyrics into Russian

Lyrics and translation Arnob - Adhek Ghume




আধেক ঘুমে নয়ন চুমে স্বপন দিয়ে যায়।
আধেক ঘুমে নয়ন চুমে স্বপন দিয়ে যায়।
শ্রান্ত ভালে যূথীর মালে পরশে মৃদু বায়
শ্রান্ত ভালে যূথীর মালে পরশে মৃদু বায়
আধেক ঘুমে নয়ন চুমে স্বপন দিয়ে যায়।
আধেক ঘুমে নয়ন চুমে স্বপন দিয়ে যায়।
শ্রান্ত ভালে যূথীর মালে পরশে মৃদু বায়
শ্রান্ত ভালে যূথীর মালে পরশে মৃদু বায়
বনের ছায়া মনের সাথি, বাসনা নাহি কিছু–
বনের ছায়া মনের সাথি, বাসনা নাহি কিছু–
পথের ধারে আসন পাতি, না চাহি ফিরে পিছু–
পথের ধারে আসন পাতি, না চাহি ফিরে পিছু–
বেণুর পাতা মিশায় গাথা নীরব ভাবনায়
বেণুর পাতা মিশায় গাথা নীরব ভাবনায়
শ্রান্ত ভালে যূথীর মালে পরশে মৃদু বায়
শ্রান্ত ভালে যূথীর মালে পরশে মৃদু বায়
আধেক ঘুমে নয়ন চুমে স্বপন দিয়ে যায়।
আধেক ঘুমে নয়ন চুমে স্বপন দিয়ে যায়।
শ্রান্ত ভালে যূথীর মালে পরশে মৃদু বায়।
শ্রান্ত ভালে যূথীর মালে পরশে মৃদু বায়।
আধেক ঘুমে...
আধেক ঘুমে...
মেঘের খেলা গগনতটে অলস লিপি-লিখা,
মেঘের খেলা গগনতটে অলস লিপি-লিখা,
সুদূর কোন্ স্ময়ণপটে জাগিল মরীচিকা
সুদূর কোন্ স্ময়ণপটে জাগিল মরীচিকা
জাগিল মরীচিকা
জাগিল মরীচিকা
মেঘের খেলা গগনতটে অলস লিপি-লিখা,
মেঘের খেলা গগনতটে অলস লিপি-লিখা,
সুদূর কোন্ স্ময়ণপটে জাগিল মরীচিকা।
সুদূর কোন্ স্ময়ণপটে জাগিল মরীচিকা।
জাগিল মরীচিকা
জাগিল মরীচিকা
চৈত্রদিনে তপ্ত বেলা তৃণ-আঁচল পেতে
চৈত্রদিনে তপ্ত বেলা তৃণ-আঁচল পেতে
শূন্যতলে গন্ধ-ভেলা ভাসায় বাতাসেতে–
শূন্যতলে গন্ধ-ভেলা ভাসায় বাতাসেতে–
কপোত ডাকে মধুকশাখে বিজন বেদনায়
কপোত ডাকে মধুকশাখে বিজন বেদনায়
শ্রান্ত ভালে যূথীর মালে পরশে মৃদু বায়
শ্রান্ত ভালে যূথীর মালে পরশে মৃদু বায়
আধেক ঘুমে নয়ন চুমে স্বপন দিয়ে যায়।
আধেক ঘুমে নয়ন চুমে স্বপন দিয়ে যায়।
শ্রান্ত ভালে যূথীর মালে পরশে মৃদু বায়
শ্রান্ত ভালে যূথীর মালে পরশে মৃদু বায়
আধেক ঘুমে...
আধেক ঘুমে...





Writer(s): TAGORE RABINDRANATH, RABINDRANATH TAGORE


Attention! Feel free to leave feedback.