Arnob - Tor Jonno Lyrics

Lyrics Tor Jonno - Arnob



তোর জন্য আকাশ থেকে পেঁজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
বৃষ্টি দিয়ে ছাদ বানিয়ে শুই।
তোর জন্য আকাশ থেকে পেঁজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
বৃষ্টি দিয়ে ছাদ বানিয়ে শুই।
ছাদ ভেঙ্গে যেই বাষ্প হবে জল,
বাষ্প দিয়ে করবি কি তুই বল?
ছাদ ভেঙ্গে যেই বাষ্প হবে জল,
বাষ্প দিয়ে করবি কি তুই বল?
ছাদ ভেঙ্গে যেই বাষ্প হবে জল,
বাষ্প দিয়ে করবি কি তুই বল?
(ছাদ ভেঙ্গে যেই বাষ্প হবে জল
বাষ্প দিয়ে করবি কি তুই বল?)
(তার চেয়ে চল,
তার চয়ে চল
এইবেলা মেঘ খুঁজে
দুজন মিলে ঝাঁপ দিই চোখ বুজে)
তার চেয়ে চল, এইবেলা মেঘ খুঁজে
দুজন মিলে ঝাঁপ দিই চোখ বুজে
তার চেয়ে চল, এইবেলা মেঘ খুঁজে
দুজন মিলে ঝাঁপ দিই চোখ বুজে
তার চেয়ে চল, এইবেলা মেঘ খুঁজে
দুজন মিলে ঝাঁপ দিই চোখ বুজে
তোর জন্য আকাশ থেকে পেঁজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
বৃষ্টি দিয়ে ছাদ বানিয়ে শুই।
তোর জন্য আকাশ থেকে পেঁজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
বৃষ্টি দিয়ে ছাদ বানিয়ে শুই।
তোর জন্য আকাশ থেকে পেঁজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
বৃষ্টি দিয়ে ছাদ বানিয়ে শুই।
ছাদ বানিয়ে শুই
(ছাদ বানিয়ে শুই)




Arnob - Hok Kolorob




Attention! Feel free to leave feedback.