Asha Bhosle feat. Kishore Kumar - Katha Dilam - translation of the lyrics into Russian

Lyrics and translation Asha Bhosle feat. Kishore Kumar - Katha Dilam




কথা দিলাম আমি কথা দিলাম।।
কথা দিলাম আমি কথা দিলাম।।
তুমি আমি যুগে যুগে থাকবো সাথে।।
তুমি আমি যুগে যুগে থাকবো সাথে।।
কথা দিলাম আমি কথা দিলাম
কথা দিলাম আমি কথা দিলাম
ফুলেতে যেমনি গন্ধ থাকে
ফুলেতে যেমনি গন্ধ থাকে
সুরেতে যেভাবে ছন্দ থাকে
সুরেতে যেভাবে ছন্দ থাকে
তেমনি করে আমরা দু'জন
তেমনি করে আমরা দু'জন
রবো মিশে দিনে রাতে
রবো মিশে দিনে রাতে
যুগে যুগে থাকবো সাথে
যুগে যুগে থাকবো সাথে
কথা দিলাম আমি কথা দিলাম
কথা দিলাম আমি কথা দিলাম
দাঁড়িয়ে যেদিন বলবে জীবন
দাঁড়িয়ে যেদিন বলবে জীবন
আমি যাই এসেছে দেখো মরণ।।
আমি যাই এসেছে দেখো মরণ।।
হাসি মুখে মরণেরে
হাসি মুখে মরণেরে
তুলে দেবো মরণের হাতে
তুলে দেবো মরণের হাতে
যুগে যুগে থাকবো সাথে
যুগে যুগে থাকবো সাথে
কথা দিলাম আমি কথা দিলাম
কথা দিলাম আমি কথা দিলাম
তুমি আমি যুগে যুগে থাকবো সাথে।।
তুমি আমি যুগে যুগে থাকবো সাথে।।
কথা দিলাম আমি কথা দিলাম।।
কথা দিলাম আমি কথা দিলাম।।





Writer(s): JOSHNA BHOLE


Attention! Feel free to leave feedback.