Kishore Kumar - Sedino Akashe Chhilo Kato Tara Lyrics

Lyrics Sedino Akashe Chhilo Kato Tara - Kishore Kumar




সেদিনও আকাশে ছিল কত তারা
আজও মনে আছে তোমারই কথা
স্মৃতি নয় তো ঝরা ফুলে যেন
ভালোবাসা ভরা তোমারই মমতা
সেদিনও আকাশে ছিল কত তারা
ঘুম ভুলে যাওয়া, কেঁদে ফেরে হাওয়া
জীবনে হলো বলো কতটুকু পাওয়া
মনে পড়ে?
বসে মুখোমুখী, দু'জনেই সুখী
মেঘেরই আড়ালে ছিল চাঁদেরই সে উঁকি
কানে কানে, গানে গানে, নিলে মন
সেদিনও আকাশে ছিল কত তারা
আজও তারা জাগে, বড় একা লাগে
প্রেমে আছে ব্যথা, বুঝিনি তো আগে
বুকে ব্যথা কি যে, বুঝি শুধু নিজে
দু'টি চোখ বেদনায় জলে আছে ভিজে
জ্বালা দিতে, মালা নিলে, দিলে মন
সেদিনও আকাশে ছিল কত তারা
আজও মনে আছে, তোমারই কথা
সেদিনও আকাশে ছিল কত...



Writer(s): Kishore Kumar


Attention! Feel free to leave feedback.