Nandita - Emono Dine Tare Bola Jay - translation of the lyrics into Russian

Lyrics and translation Nandita - Emono Dine Tare Bola Jay




এমনো দিনে তারে বলা যায়
এমনো দিনে তারে বলা যায়
এমনো ঘনঘরো বরিষায়
এমনো ঘনঘরো বরিষায়
এমনো দিনে মনো খোলা যায়
এমনো দিনে মনো খোলা যায়
এমনো মেঘস্বরে বাদলো ঝড় ঝড়ে
এমনো মেঘস্বরে বাদলো ঝড় ঝড়ে
তপনো হীনো ঘনো তমশায়
তপনো হীনো ঘনো তমশায়
এমনো দিনে তারে বলা যায়
এমনো দিনে তারে বলা যায়
এমন দিনে তারে বলা যায়,
এমন দিনে তারে বলা যায়,
এমন ঘনঘোর বরিষায়
এমন ঘনঘোর বরিষায়
এমন দিনে মন খোলা যায়–
এমন দিনে মন খোলা যায়–
এমন মেঘস্বরে বদল-ঝরঝরে
এমন মেঘস্বরে বদল-ঝরঝরে
তপনহীন ঘন তমসায়
তপনহীন ঘন তমসায়
সে কথা শুনিবে না কেহ আর,
সে কথা শুনিবে না কেহ আর,
নিভৃত নির্জন চারিধার
নিভৃত নির্জন চারিধার
দুজনে মুখোমুখি, গভীর দুখে দুখি,
দুজনে মুখোমুখি, গভীর দুখে দুখি,
আকাশে জল ঝরে অনিবার–
আকাশে জল ঝরে অনিবার–
জগতে কেহ যেন নাহি আর
জগতে কেহ যেন নাহি আর
সমাজ সংসার মিছে সব,
সমাজ সংসার মিছে সব,
মিছে জীবনের কলরব
মিছে জীবনের কলরব
কেবল আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে
কেবল আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে
হৃদয় দিয়ে হৃদি অনুভব–
হৃদয় দিয়ে হৃদি অনুভব–
আঁধারে মিশে গেছে আর সব
আঁধারে মিশে গেছে আর সব
তাহাতে জগতে ক্ষতি কার,
তাহাতে জগতে ক্ষতি কার,
নামাতে পারি যদি মনোভার
নামাতে পারি যদি মনোভার
শ্রাবণবরিষনে একদা গৃহকোণে
শ্রাবণবরিষনে একদা গৃহকোণে
দু কথা বলি যদি কাছে তার,
দু কথা বলি যদি কাছে তার,
তাহাতে আসে যাবে কিবা কার
তাহাতে আসে যাবে কিবা কার
ব্যাকুল বেগে আজি বহে বায়,
ব্যাকুল বেগে আজি বহে বায়,
বিজুলি থেকে থেকে চমকায়
বিজুলি থেকে থেকে চমকায়
যে কথা জীবনে রহিয়া গেল মনে
যে কথা জীবনে রহিয়া গেল মনে
সে কথা আজি যেন বলা যায়
সে কথা আজি যেন বলা যায়






Attention! Feel free to leave feedback.