Lyrics Tor E Sathe (From "Hungama.com") - Antara Mitra , Sonu Nigam
তোরই
উড়োচিঠি
পথে
পথে
খুঁজছে
আমায়
যত
ধুলোমুঠি
তুই
ছুঁলে
সোনা
হয়ে
যায়
তোরই
খুনসুটি
প্রতি
দিনে,
রাতে
ডাকছে
আমায়
যত
ধুলো
মুঠি,
সবই
তুই
ছুঁলে
সোনা
হয়ে
যায়
কেন
দূরে
থাকা
অযথা?
আছে
তো
কাছে
আসার
কথা
তোরই
সাথে
কাটাবো
রে
বারোমাস
বলে
দে
না
আমাকে
চাস
তোরই
সাথে
কাটাবো
রে
বারোমাস
বলে
দে
না
আমাকে
চাস
ব্যথা
দাগ
মোছে
ছুঁলে
আলগোছে
জানা
তুই
কবে
আমার
হবি?
যদি
ভুল
করে
বুনো
ফুল
ফোটে
এলো
তোর
চুলে
গাঁথবো
সবই
কেন
দূরে
থাকা
অযথা?
আছে
তো
কাছে
আসার
কথা
তোরই
সাথে
কাটাবো
রে
বারোমাস
বলে
দে
না
আমাকে
চাস
তোরই
সাথে
কাটাবো
রে
বারোমাস
বলে
দে
না
আমাকে
চাস
কিছু
খড়কুটো
যদি
নিস
ঠোঁটে
আমি
তোর
সাথে
উড়তে
রাজি
চেনা
ডাকনামে
তুই
ওঠ
ডেকে
আজই
সবকিছু
ধরবো
বাজি
কেন
দূরে
থাকা
অযথা?
আছে
তো
কাছে
আসার
কথা
তোরই
সাথে
কাটাবো
রে
বারোমাস
বলে
দে
না
আমাকে
চাস
তোরই
সাথে
কাটাবো
রে
বারোমাস
বলে
দে
না
আমাকে
চাস

Attention! Feel free to leave feedback.