Lyrics Bhalo Laagche - Srikanto Acharya
ভালো লাগছে, ভালো লাগছে
কেন তা বলতে পারিনা
ভালো লাগছে, ভালো লাগছে
কেন তা বলতে পারিনা
আলো আধার, নিকট দূর
আলো আধার, নিকট দূর
ঘুম পাড়ানি গান, ঘুম ভাঙ্গানো সুর
লাগছে ভালো লাগছে
কেন তা বলতে পারিনা
ভালো লাগছে ভালো লাগছে
কেন তা বলতে পারিনা
INSTRUMENTAL
থেমে থাকা পথচলা
বলার খুশিতে কথা বলা
থেমে থাকা পথচলা
বলার খুশিতে কথা বলা
মনঘরে গড়া এ মধুপুর
ভালো লাগছে ভালো লাগছে
কেন তা বলতে পারিনা
ভালো লাগছে ভালো লাগছে
কেন তা বলতে পারিনা
INSTRUMENTAL
ভালো লাগছে পথ চাওয়া
সময় হারিয়ে যাওয়া
ভালো লাগছে দারুন ঝড়
ভালো লাগছে দক্ষিণ হাওয়া
ভালো লাগছে পথ চাওয়া
সময় হারিয়ে যাওয়া
ভালো লাগছে দারুন ঝড়
ভালো লাগছে দক্ষিণ হাওয়া
মুখে হাসি চোখে কাঁদন
কি জাদু মন্ত্রে গড়া বাঁধন
মুখে হাসি চোখে কাঁদন
কি জাদু মন্ত্রে গড়া বাঁধন
শুধু সুধা নয় সবই মধুর
লাগছে ভালো লাগছে
কেন তা বলতে পারিনা
ভালো লাগছে, ভালো লাগছে
কেন তা বলতে পারিনা!
আলো আধার, নিকট দূর
আলো আধার, নিকট দূর
ঘুম পাড়ানি গান, ঘুম ভাঙ্গানো সুর
লাগছে ভালো লাগছে
কেন তা বলতে পারিনা
ভালো লাগছে ভালো লাগছে
কেন তা বলতে পারিনা
INSTRUMENTAL

Attention! Feel free to leave feedback.