Suchitra Mitra feat. Arghya Sen - Neel Anjanghana Punjachhayay Lyrics

Lyrics Neel Anjanghana Punjachhayay - Suchitra Mitra , Arghya Sen




নীল-অঞ্জনঘন পুঞ্জছায়ায় সম্ বৃত অম্বর
হে গম্ভীর, হে গম্ভীর
নীল-অঞ্জনঘন পুঞ্জছায়ায় সম্ বৃত অম্বর
হে গম্ভীর, হে গম্ভীর
বনলক্ষ্মীর কম্পিত কায়, চঞ্চল অন্তর
বনলক্ষ্মীর কম্পিত কায়, চঞ্চল অন্তর
ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জীর
ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জীর
হে গম্ভীর, হে গম্ভীর
নীল অঞ্জন ঘন পুঞ্জছায়ায় সম্ বৃত অম্বর
হে গম্ভীর, হে গম্ভীর
বর্ষণগীত হল মুখরিত মেঘমন্দ্রিত ছন্দে
মেঘমন্দ্রিত ছন্দে
কদম্ব বন গভীর মগন আনন্দ ঘন গন্ধে
নন্দিত তব উৎসবমন্দির
নন্দিত তব উৎসবমন্দির
হে গম্ভীর, হে গম্ভীর
নীল অঞ্জন ঘন পুঞ্জছায়ায় সম্ বৃত অম্বর
হে গম্ভীর, হে গম্ভীর
দহন-শয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার্তা
পাঠালে তাহারে ইন্দ্রলোকের অমৃত বারির বার্তা
দহন-শয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার্তা
পাঠালে তাহারে ইন্দ্রলোকের অমৃত বারির বার্তা
মাটির কঠিন বাধা হল ক্ষীণ
দিকে দিকে হল দীর্ণ
নব অঙ্কুর জয়-পতাকায় ধরাতল সমাকীর্ণ
মাটির কঠিন বাধা হল ক্ষীণ
দিকে দিকে হল দীর্ণ
নব অঙ্কুর জয়-পতাকায় ধরাতল সমাকীর্ণ
ছিন্ন হয়েছে বন্ধন বন্দীর
ছিন্ন হয়েছে বন্ধন বন্দীর
হে গম্ভীর, হে গম্ভীর
নীল অঞ্জনঘন পুঞ্জছায়ায় সম্ বৃত অম্বর
হে গম্ভীর, হে গম্ভীর



Writer(s): Rabindranath Tagore



Attention! Feel free to leave feedback.