Lyrics Dinga Title Track - Suddho Roy
স্বপ্নটাকে সত্যি করার চ্যালেঞ্জ নিলে
সেতো না জিতে থামে না,
মনের আসা ভালোবাসা নেবে না নেবে না ।
জীবন টাকে বাজি রেখে
কঠিন পথে ও সে তো ভোলে না নিশানা
আসুক বাধা আসুক তুফান
থামে না থামে না ।
চলেছে একা ... শুরু অভিযান
মেটাবে এবার মান অভিমান (২ বার)
লা ... লা।। লা ... হো ...
বুকে বেথা তার চোখে জমা রাগ
সে তো জানে সেই পারবে
আজ বাদে কাল
নেবে সে সকাল খুজে ... ও... ও
তবু যদি কেউ, তলে বাধা ঢেউ
সে বাধা ফেলেই এগুবে,
যতো বড় মিল করে দেবে মিল নিজে
স্বপ্নটাকে সত্যি করার চ্যালেঞ্জ নিলে
সেতো না জিতে থামে না,
মনের আসা ভালোবাসা নেবে না নেবে না ।
জীবন টাকে বাজি রেখে
কঠিন পথে ও সে তো ভোলে না নিশানা
আসুক বাধা আসুক তুফান
থামে না থামে না ।
চলেছে একা ... শুরু অভিযান
মেটাবে এবার মান অভিমান (২ বার)
লা ... লা।। লা ... হো ...
সপ্ন চোখে সে বাঁচতে জানে
নতুন আসা মনে আঁকতে জানে
কথা দিলে কথা রাখতে জানে
জানে লড়াই করে বাঁচার মানে ।
চলেছে একা ... শুরু অভিযান
মেটাবে এবার মান অভিমান (২ বার)
লা ... লা।। লা ... হো ...
Attention! Feel free to leave feedback.