Tahsan feat. Kona & Amit & Ishan - Keno Ke Jane - translation of the lyrics into Russian

Lyrics and translation Tahsan feat. Kona & Amit & Ishan - Keno Ke Jane




কখনো হয়নি এমন,
কখনো হয়নি এমন,
থেমেছে হঠাৎ এভাবে সব আয়োজন
থেমেছে হঠাৎ এভাবে সব আয়োজন
অপারগতা ব্যথা হয়ে বেজে যাবে আজীবন
অপারগতা ব্যথা হয়ে বেজে যাবে আজীবন
থামবেনা হৃদয়ের এই আলোড়ন
থামবেনা হৃদয়ের এই আলোড়ন
আমার যে তোমাকেই প্রয়োজন
আমার যে তোমাকেই প্রয়োজন
আমার যে তোমাকেই প্রয়োজন।
আমার যে তোমাকেই প্রয়োজন।
তবু কেনো ভেসে যাই মায়ারই টানে
তবু কেনো ভেসে যাই মায়ারই টানে
কেনো কে জানে
কেনো কে জানে
তবু কেনো ভেসে যাই মায়ারই টানে
তবু কেনো ভেসে যাই মায়ারই টানে
কেনো কে জানে, কেনো কে জানে।
কেনো কে জানে, কেনো কে জানে।
খুব চেয়ে যদি না পাই
খুব চেয়ে যদি না পাই
পেয়েও যদি আবারও হারাই
পেয়েও যদি আবারও হারাই
অনুশোচনায় কেটে যাবে বাকীটা সময়
অনুশোচনায় কেটে যাবে বাকীটা সময়
তাই বুঝি কোন কিছু মানে না হৃদয়,
তাই বুঝি কোন কিছু মানে না হৃদয়,
মানে না হৃদয়।
মানে না হৃদয়।
তবু কেনো ভেসে যাই মায়ারই টানে
তবু কেনো ভেসে যাই মায়ারই টানে
কেনো কে জানে
কেনো কে জানে
তবু কেনো ভেসে যাই মায়ারই টানে
তবু কেনো ভেসে যাই মায়ারই টানে
কেনো কে জানে, কেনো কে জানে।
কেনো কে জানে, কেনো কে জানে।
কেউ ডোবে অসম্ভবে
কেউ ডোবে অসম্ভবে
কেউ সম্ভবে
কেউ সম্ভবে
কিভাবে করি ভুলের ভেতর,
কিভাবে করি ভুলের ভেতর,
আজীবন বসবাস
আজীবন বসবাস
আমি জেনেছি গভীরে হৃদয়চিরে
আমি জেনেছি গভীরে হৃদয়চিরে
কে তুমি কে আমার নিঃশ্বাস
কে তুমি কে আমার নিঃশ্বাস
আমি আজি ভেসে যাই মায়ারই টানে
আমি আজি ভেসে যাই মায়ারই টানে
কেনো কে জানে
কেনো কে জানে
আমিও যে ভেসে যাই মায়ারই টানে
আমিও যে ভেসে যাই মায়ারই টানে
কেনো কে জানে, কেনো কে জানে।
কেনো কে জানে, কেনো কে জানে।
খুব চেয়ে যদি না পাই,
খুব চেয়ে যদি না পাই,
পেয়েও যদি আবারও হারাই
পেয়েও যদি আবারও হারাই
অনুশোচনায় কেটে যাবে বাকীটা সময়
?????????? কেটে যাবে বাকীটা সময়
তাই বুঝি কোন কিছু মানে না হৃদয়,
??? বুঝি ??? কিছু মানে ?? হৃদয়,
মানে না হৃদয়।
মানে ?? হৃদয়।
আমিও যে ভেসে যাই মায়ারই টানে
আমিও ?? ভেসে ??? মায়ারই টানে
কেনো কে জানে
কেনো ?? জানে
আমিও যে ভেসে যাই মায়ারই টানে
আমিও ?? ভেসে ??? মায়ারই টানে
কেনো কে জানে, কেনো কে জানে।
কেনো ?? জানে, কেনো ?? জানে।
(Kabbo Raj
(Каббо Рай





Tahsan feat. Kona & Amit & Ishan - Keno Ke Jane
Album
Keno Ke Jane
date of release
16-11-2018



Attention! Feel free to leave feedback.