Lyrics and translation Tahsan - Bhalobashar Ponktimala
Добавлять перевод могут только зарегистрированные пользователи.
একপা
এগোতে
গিয়ে
ভুলে
যাই
পথ
একপা
এগোতে
গিয়ে
ভুলে
যাই
পথ
অচেনা
সময়ের
সে
পুরনো
শপথ
।
অচেনা
সময়ের
সে
পুরনো
শপথ
।
একপা
এগুতে
গিয়ে
ভুলে
যাই
পথ
একপা
এগুতে
গিয়ে
ভুলে
যাই
পথ
অচেনা
সময়ের
সে
পুরনো
শপথ
।
অচেনা
সময়ের
সে
পুরনো
শপথ
।
হঠাৎ
এসে
তুমি
ধরেছিলে
হাত
হঠাৎ
এসে
তুমি
ধরেছিলে
হাত
দিয়ে
গেলে
আমাকে
নতুন
প্রভাত
।
দিয়ে
গেলে
আমাকে
নতুন
প্রভাত
।
তবু
কেন
তোমায়
দুঃখ
দিলাম
তবু
কেন
তোমায়
দুঃখ
দিলাম
শুকনো
আকাশের
মেঘ
ছড়ালাম
।
শুকনো
আকাশের
মেঘ
ছড়ালাম
।
দেখ
ঐ
ভালোবাসা
বাড়াল
আঙ্গুল
দেখ
ঐ
ভালোবাসা
বাড়াল
আঙ্গুল
কোন
এক
কোনে
ভাঙাল
সেই
ভুল
।
কোন
এক
কোনে
ভাঙাল
সেই
ভুল
।
চল
সব
ছুড়ে
ফেলে
জীবন
আঁকি
।
চল
সব
ছুড়ে
ফেলে
জীবন
আঁকি
।
দেখ
ঐ
ভালোবাসা
বাড়াল
আঙ্গুল
দেখ
ঐ
ভালোবাসা
বাড়াল
আঙ্গুল
কোন
এক
কোনে
ভাঙাল
সেই
ভুল
।
কোন
এক
কোনে
ভাঙাল
সেই
ভুল
।
চল
সব
ছুড়ে
ফেলে
জীবন
আঁকি
।
চল
সব
ছুড়ে
ফেলে
জীবন
আঁকি
।
বৃথা
সব
অজুহাত
তোমায়
ভালোবাসি
।
বৃথা
সব
অজুহাত
তোমায়
ভালোবাসি
।
একাকী
ছিলাম
যখন
এতটাকাল
একাকী
ছিলাম
যখন
এতটাকাল
বুঝিনি
আমি
ক্লান্ত
সকাল
বিকাল
বুঝিনি
আমি
ক্লান্ত
সকাল
বিকাল
একাকী
ছিলাম
যখন
এতটাকাল
একাকী
ছিলাম
যখন
এতটাকাল
বুঝিনি
আমি
ক্লান্ত
সকাল
বিকাল
বুঝিনি
আমি
ক্লান্ত
সকাল
বিকাল
চমকে
এলে
তুমি
হাতে
নিয়ে
ধূপ,
চমকে
এলে
তুমি
হাতে
নিয়ে
ধূপ,
ভেজালে
স্বপ্ন
আমার
বৃষ্টিতে
ঝুম
।
ভেজালে
স্বপ্ন
আমার
বৃষ্টিতে
ঝুম
।
এখন
জানি
আমি
প্রেম
মানে
কি
এখন
জানি
আমি
প্রেম
মানে
কি
এ
যেন
তোমার
চোখে
সব
আকুতি
এ
যেন
তোমার
চোখে
সব
আকুতি
দেখ
ঐ
ভালোবাসা
বাড়াল
আঙ্গুল
দেখ
ঐ
ভালোবাসা
বাড়াল
আঙ্গুল
কোন
এক
কোনে
ভাঙাল
সেই
ভুল
।
কোন
এক
কোনে
ভাঙাল
সেই
ভুল
।
চল
সব
ছুড়ে
ফেলে
জীবন
আঁকি
।
চল
সব
ছুড়ে
ফেলে
জীবন
আঁকি
।
দেখ
ঐ
ভালোবাসা
বাড়াল
আঙ্গুল
দেখ
ঐ
ভালোবাসা
বাড়াল
আঙ্গুল
কোন
এক
কোনে
ভাঙাল
সেই
ভুল
।
কোন
এক
কোনে
ভাঙাল
সেই
ভুল
।
চল
সব
ছুড়ে
ফেলে
জীবন
আঁকি
।
চল
সব
ছুড়ে
ফেলে
জীবন
আঁকি
।
বৃথা
সব
অজুহাত
তোমায়
ভালোবাসি
।
বৃথা
সব
অজুহাত
তোমায়
ভালোবাসি
।
জীবন
যেখানে
যেমন
ইচ্ছে
মতো
জীবন
যেখানে
যেমন
ইচ্ছে
মতো
আমিও
স্রোতে
ভেসেছি
যখন
তখন,
আমিও
স্রোতে
ভেসেছি
যখন
তখন,
ভুলেছি
নিজেকে
আমি
এতোটা
সময়
।
ভুলেছি
নিজেকে
আমি
এতোটা
সময়
।
বুঝিনি
কি
যে
আছে
ভালবাসায়
বুঝিনি
কি
যে
আছে
ভালবাসায়
এতদিনে
জেনেছি
ভালবাসা
কি
এতদিনে
জেনেছি
ভালবাসা
কি
এ
যেন
পরাজয়
জয়ের
অনুভূতি
।
এ
যেন
পরাজয়
জয়ের
অনুভূতি
।
দেখ
ঐ
ভালোবাসা
বাড়াল
আঙ্গুল
দেখ
ঐ
ভালোবাসা
বাড়াল
আঙ্গুল
কোন
এক
কোনে
ভাঙাল
সেই
ভুল
।
কোন
এক
কোনে
ভাঙাল
সেই
ভুল
।
চল
সব
ছুড়ে
ফেলে
জীবন
আঁকি
।
চল
সব
ছুড়ে
ফেলে
জীবন
আঁকি
।
দেখ
ঐ
ভালোবাসা
বাড়াল
আঙ্গুল
দেখ
ঐ
ভালোবাসা
বাড়াল
আঙ্গুল
কোন
এক
কোনে
ভাঙাল
সেই
ভুল
।
কোন
এক
কোনে
ভাঙাল
সেই
ভুল
।
চল
সব
ছুড়ে
ফেলে
জীবন
আঁকি
।
চল
সব
ছুড়ে
ফেলে
জীবন
আঁকি
।
বৃথা
সব
অজুহাত
তোমায়
ভালোবাসি
।
বৃথা
সব
অজুহাত
তোমায়
ভালোবাসি
।
Rate the translation
Only registered users can rate translations.
Writer(s): bonny ahmed
Attention! Feel free to leave feedback.