paroles de chanson Ei Je Nadi Jay Sagare - Abhijeet
এই
যে
নদী
যায়
সাগরে
কত
কথা
সুধাই
তারে
এতো
জানে
তবু
নদী
কথা
বলেনা
কথা
বলেনা
কেন
বলেনা
কেন
বলেনা।।
কেউ
যায়রে
বন্ধুর
বাড়ি
নাও
বাইয়া
উজানে
কেউ
শাঁখা
ভাইঙা
সিঁদুর
ধুইয়া
ফিরে
ভাটির
টানে
কারো
আশার
তরী
বন্ধু
পায়নারে
কিনারা
ভালোবাসা
মরণ
হইয়া
কারো
করে
ঈশারা
কারো
কপাল
ভাঙে
যেমন
নদী
ভাঙে
তার
কূল
সারাজীবন
ধইরা
তবু
ভাঙেনা
তার
ভুল
ব্যথার
বিষে
অশ্রু
মিশে
যেন
ভালোবাসা
হয়
কেউ
অকূলে
কূল
পায়
রে
কারো
ভরাডুবি
হয়
Attention! N'hésitez pas à laisser des commentaires.