Amit Kumar - Ake Ake Du - traduction des paroles en anglais

Paroles et traduction Amit Kumar - Ake Ake Du




Ake Ake Du
Ake Ake Du
একে একে দুই, চোখ দুটো ওই
One by one two, those two eyes
যেন মনে হয়, সাগর অথই
It seems like, an ocean deep
দুই দুই চার, চোখের পাতার
Two by two four, the eyelids
আহা কি বাহার, যাই মরে যাই
Ah, what a beauty, I'll die yearning
একে একে দুই, চোখ দুটো ওই
One by one two, those two eyes
যেন মনে হয়, সাগর অথই
It seems like, an ocean deep
দুই দুই চার, চোখের পাতার
Two by two four, the eyelids
আহা কি বাহার, যাই মরে যাই
Ah, what a beauty, I'll die yearning
তুমি প্লাস আমি, আমি প্লাস তুমি
You plus me, me plus you
যোগ দিলে তাই, প্রেম হয়ে যায়
When we add, love is born
তুমি প্লাস আমি, আমি প্লাস তুমি
You plus me, me plus you
যোগ দিলে তাই, প্রেম হয়ে যায়।।
When we add, love is born
তোমার রূপের, রূপকথাটি
Your beauty's tale, a fairytale
অঙ্ক দিয়ে, গেলাম লিখে
I've written it down, with numbers
আমার প্রাণের, এই ধারাপাত
My heart's river of tears
ছড়িয়ে দিলাম, দিকে দিকে
I've spread them, everywhere
তোমার রূপের, রূপকথাটি
Your beauty's tale, a fairytale
অঙ্ক দিয়ে, গেলাম লিখে
I've written it down, with numbers
আমার প্রাণের, এই ধারাপাত
My heart's river of tears
ছড়িয়ে দিলাম, দিকে দিকে
I've spread them, everywhere
তিন তিন ছয়, আরও পেলে তিন
Three three six, and three more makes nine
সব নয় ছয়, করে সারাদিন
Nine out of nine, all day long
পাঁচ পাঁচ পাঁচ যে হয় পনেরো
Five five five makes fifteen
পাঁচ করে মন ভাবে সাত সতেরো
Five times my mind says seven, seventeen
তুমি প্লাস আমি, আমি প্লাস তুমি
You plus me, me plus you
যোগ দিলে তাই, প্রেম হয়ে যায়
When we add, love is born
তুমি প্লাস আমি, আমি প্লাস তুমি
You plus me, me plus you
যোগ দিলে তাই, প্রেম হয়ে যায়।।
When we add, love is born
এই পৃথিবী, যাই যে ভুলে,
This world, I forget everything
আমায় ভুলি, তোমায় দেখে,
I forget myself, seeing you
যত রকম, মিষ্টি আছে,
All the sweets that exist
মিষ্টি তুমি, সবার থেকে,
You're sweeter, than all of them
এই পৃথিবী, যাই যে ভুলে
This world, I forget everything
আমায় ভুলি, তোমায় দেখে
I forget myself, seeing you
যত রকম, মিষ্টি আছে,
All the sweets that exist
মিষ্টি তুমি, সবার থেকে
You're sweeter, than all of them
সাত সাত পাক, ঘোরার হদিস,
Seven seven rounds, the story of our wedding
পাবো তা কখন, মন নিশপিশ
When will I get that, my heart yearns
দশ দশ বিশ, ওই গালে তোমার
Ten ten twenty, on your cheeks
দিতে চাই কিস, এই মনটা আমার
I want to kiss, my heart desires
তুমি প্লাস আমি, আমি প্লাস তুমি
You plus me, me plus you
যোগ দিলে তাই, প্রেম হয়ে যায়
When we add, love is born
তুমি প্লাস আমি, আমি প্লাস তুমি
You plus me, me plus you
যোগ দিলে তাই, প্রেম হয়ে যায়।।
When we add, love is born
একে একে দুই, চোখ দুটো ওই
One by one two, those two eyes
যেন মনে হয়, সাগর অথই
It seems like, an ocean deep
দুই দুই চার, চোখের পাতার
Two by two four, the eyelids
আহা কি বাহার, যাই মরে যাই
Ah, what a beauty, I'll die yearning
তুমি প্লাস আমি, আমি প্লাস তুমি
You plus me, me plus you
যোগ দিলে তাই, প্রেম হয়ে যায়
When we add, love is born
তুমি প্লাস আমি, আমি প্লাস তুমি
You plus me, me plus you
যোগ দিলে তাই, প্রেম হয়ে যায়।।
When we add, love is born





Writer(s): BAPPI LAHIRI, PULAK BANERJEE


Attention! N'hésitez pas à laisser des commentaires.