Arnob - Shopno Debe Dub - traduction des paroles en anglais

Paroles et traduction Arnob - Shopno Debe Dub




Shopno Debe Dub
Shopno Debe Dub
আকাশ যেন নামতে থাকে নিচু থেকে নিচু,
The sky seems to descend from lower to lower,
নীল তারারা মুখ ঢেকে দেয় বলা হয় না কিছু।
The blue stars cover their faces, forbidding speech.
আকাশ যেন নামতে থাকে নিচু থেকে নিচু,
The sky seems to descend from lower to lower,
নীল তারারা মুখ ঢেকে দেয় বলা হয় না কিছু।
The blue stars cover their faces, forbidding speech.
মস্ত বড় অন্ধকারে স্বপ্ন দেবে ডুব,
The huge darkness will engulf your dreams,
থাকবি ভাল স্বপ্ন ছাড়া সে কি কঠিন খুব?
Can you be all right without dreams? Isn't that very difficult?
মস্ত বড় অন্ধকারে স্বপ্ন দেবে ডুব,
The huge darkness will engulf your dreams,
থাকবি ভাল স্বপ্ন ছাড়া সে কি কঠিন খুব?
Can you be all right without dreams? Isn't that very difficult?
রহস্য নীল রাতের আলো সূর্যি ডোবে সন্ধ্যাবেলা,
The enigmatic blue nightlight sets as the sun goes down in the evening,
কালোয় কালো রঙ মাখিয়ে রাত্রি বুকে বানিয়ে তোলা।
Painting the night's bosom with a pitch-black color.
রহস্য নীল রাতের আলো সূর্যি ডোবে সন্ধ্যাবেলা,
The enigmatic blue nightlight sets as the sun goes down in the evening,
কালোয় কালো রঙ মাখিয়ে রাত্রি বুকে বানিয়ে তোলা।
Painting the night's bosom with a pitch-black color.
আমিও তোর থাকবো পাশে আসবো ফিরে যখন তখন
I'll be by your side, and I'll come back when you return
চারটে হাতে ঘুরে ঘুরে বিন্দু বিন্দু জীবন যাপন।
The four hands will wander around, living life drop by drop.
আমিও তোর থাকবো পাশে আসবো ফিরে যখন তখন
I'll be by your side, and I'll come back when you return
চারটে হাতে ঘুরে ঘুরে বিন্দু বিন্দু জীবন যাপন।
The four hands will wander around, living life drop by drop.






Attention! N'hésitez pas à laisser des commentaires.