Debabrata Biswas - Sakaruno Benu - traduction des paroles en allemand

Sakaruno Benu - Debabrata Biswastraduction en allemand




Sakaruno Benu
Die Klagende Flöte
সকরুণ বেণু বাজায়ে কে যায়
Wer spielt die klagende Flöte und geht
কে যায় বিদেশী নায়ে
Wer fährt im fremden Kahn fort
তাহারি রাগিণী লাগিল লাগিল গায়ে
Dessen Melodie berührt, berührt mich
সকরুণ বেণু বাজায়ে কে যায়
Wer spielt die klagende Flöte und geht
কে যায় বিদেশী নায়ে
Wer fährt im fremden Kahn fort
সে সুর বাহিয়া ভেসে আসে কার
Wessen Herzschmerz trägt dieser Ton herbei
সুদূর বিরহবিধুর হিয়ার
Aus weiter Ferne, von gramerfülltem Herzen
অজানা বেদনা, সাগরবেলার অধীর বায়ে
Unbekannter Schmerz, am Meeresstrand im ungestümen Wind
বনের ছায়ে
Im Waldesdunkel
সকরুণ বেণু বাজায়ে কে যায়
Wer spielt die klagende Flöte und geht
কে যায় বিদেশী নায়ে
Wer fährt im fremden Kahn fort
তাই শুনে আজি বিজন প্রবাসে হৃদয়মাঝে
So höre ich heute in der einsamen Fremde im Herzen
শরৎশিশিরে ভিজে ভৈরবী নীরবে বাজে
Im Herbsttau erklingt Bhairavi still
ছবি মনে আনে আলোতে গীতে
Das Licht und der Gesang rufen Bilder wach
যেন জনহীন নদীপথটিতে
Als ob auf menschenleerem Flussweg
কে চলেছে জলে কলস ভরিতে
Jemand schritte, um Wasser zu schöpfen
অলস পায়ে বনের ছায়ে
Mit langsamen Schritten im Waldesdunkel
সকরুণ বেণু বাজায়ে কে যায়
Wer spielt die klagende Flöte und geht
কে যায় বিদেশী নায়ে
Wer fährt im fremden Kahn fort






Attention! N'hésitez pas à laisser des commentaires.