Tahsan - Ichche - traduction des paroles en russe

Paroles et traduction Tahsan - Ichche




ইচ্ছে করে লিখি একটা গান
ইচ্ছে করে লিখি একটা গান
যেন সব ইচ্ছেগুলো খুঁজে নিবে প্রাণ
যেন সব ইচ্ছেগুলো খুঁজে নিবে প্রাণ
উর্বর মস্তিষ্কের আলসেমি
উর্বর মস্তিষ্কের আলসেমি
নাকি শিশুতোষ হৃদয়ে চারা দেয় পাগলামি?
নাকি শিশুতোষ হৃদয়ে চারা দেয় পাগলামি?
ডানা মেলে দূর আকাশে উড়ে বেড়াতে চাই
ডানা মেলে দূর আকাশে উড়ে বেড়াতে চাই
সূর্যাস্তের আলোতে শেষ একটা বার ঠোঁট ছুঁতে চাই
সূর্যাস্তের আলোতে শেষ একটা বার ঠোঁট ছুঁতে চাই
উত্তাল সমুদ্রের অতলে হারিয়ে মুক্ত কুঁড়োতে চাই
উত্তাল সমুদ্রের অতলে হারিয়ে মুক্ত কুঁড়োতে চাই
উত্তর মেরুর কোণে বরফ ঘরে বসে রবি ঠাকুর পড়তে চাই
উত্তর মেরুর কোণে বরফ ঘরে বসে রবি ঠাকুর পড়তে চাই
রক্তাক্ষরে তোমার চিহ্ন বুকে খোদাই করতে চাই
রক্তাক্ষরে তোমার চিহ্ন বুকে খোদাই করতে চাই
ইচ্ছে করে লিখি একটা গান
ইচ্ছে করে লিখি একটা গান
যেন সব ইচ্ছেগুলো খুঁজে নিবে প্রাণ
যেন সব ইচ্ছেগুলো খুঁজে নিবে প্রাণ
গহীন অরণ্যে দুর্বার সাহস নিয়ে হিংস্রতার আস্বাদ চাই
গহীন অরণ্যে দুর্বার সাহস নিয়ে হিংস্রতার আস্বাদ চাই
মরুভূমির রোদে পুড়ে গিয়ে নীলনদে একা ভিজতে চাই
মরুভূমির রোদে পুড়ে গিয়ে নীলনদে একা ভিজতে চাই
গুপ্তধনের খোঁজে নাবিক হয়ে মাস্তুলে বসতে চাই
গুপ্তধনের খোঁজে নাবিক হয়ে মাস্তুলে বসতে চাই
সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে আবার ঘরে ফিরতে চাই
সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে আবার ঘরে ফিরতে চাই
হাতে গোনা কটা জীবনের অবতার হতে চাই
হাতে গোনা কটা জীবনের অবতার হতে চাই
প্রতিটা ক্ষুধার্ত মানুষের অভিশাপ তুলতে চাই
প্রতিটা ক্ষুধার্ত মানুষের অভিশাপ তুলতে চাই
কাছের মানুষগুলোকে ভালোবাসি একবার করে বলতে চাই
কাছের মানুষগুলোকে ভালোবাসি একবার করে বলতে চাই
ধর্মযুদ্ধের মানুষগুলোর মনে সম্প্রীতি দেখতে চাই
ধর্মযুদ্ধের মানুষগুলোর মনে সম্প্রীতি দেখতে চাই
প্রতিটা সৃষ্টিকে সাথে নিয়ে স্বর্গে যেতে চাই
প্রতিটা সৃষ্টিকে সাথে নিয়ে স্বর্গে যেতে চাই






Attention! N'hésitez pas à laisser des commentaires.