Tahsan - Jachcho Hariye - traduction des paroles en russe

Paroles et traduction Tahsan - Jachcho Hariye




কেন বলো হয় না যেমন চাই
কেন বলো হয় না যেমন চাই
ফিরে যাওয়া নেয় না মেনে মন
ফিরে যাওয়া নেয় না মেনে মন
তবু তুমি যাচ্ছো হারিয়ে
তবু তুমি যাচ্ছো হারিয়ে
সরে যাচ্ছে আমার পৃথিবীটা এখন...
সরে যাচ্ছে আমার পৃথিবীটা এখন...
তাই কাঁদছি না আমি আর
তাই কাঁদছি না আমি আর
হয়তো ভুলে হঠাৎ
হয়তো ভুলে হঠাৎ
আড়াল করছি না, কি দরকার
আড়াল করছি না, কি দরকার
কেউ দেখছে না আঘাত।
কেউ দেখছে না আঘাত।
তাই কাঁদছি না আমি আর
তাই কাঁদছি না আমি আর
হয়তো ভুলে হঠাৎ
হয়তো ভুলে হঠাৎ
আড়াল করছি না, কি দরকার
আড়াল করছি না, কি দরকার
কেউ দেখছে না আঘাত।
কেউ দেখছে না আঘাত।
আবার তোমার মায়ায় দিচ্ছি ডুব
আবার তোমার মায়ায় দিচ্ছি ডুব
তোমার সাথেই অভিমান করে তাই
তোমার সাথেই অভিমান করে তাই
ব্যবধান আঁকতে চাইছো যখন
ব্যবধান আঁকতে চাইছো যখন
তখন তোমায় বেশি পেয়ে যাই।
তখন তোমায় বেশি পেয়ে যাই।
তাই ভাবছি না আমি আর
তাই ভাবছি না আমি আর
চমকে উঠি হঠাৎ
চমকে উঠি হঠাৎ
দেয়াল জুড়ে ছায়াটা কার
দেয়াল জুড়ে ছায়াটা কার
আবারও কি দেখছি তোমায়।
আবারও কি দেখছি তোমায়।
তাই ভাবছি না আমি আর
তাই ভাবছি না আমি আর
চমকে উঠি হঠাৎ
চমকে উঠি হঠাৎ
দেয়াল জুড়ে ছায়াটা কার
দেয়াল জুড়ে ছায়াটা কার
আবারও কি দেখছি তোমায়।
আবারও কি দেখছি তোমায়।
জানি দুচোখ বেয়ে তোমার
জানি দুচোখ বেয়ে তোমার
নরম নদীর বয়ে চলা
নরম নদীর বয়ে চলা
একলা ভীষণ একলা তুমি
একলা ভীষণ একলা তুমি
তবু যায় না কিছু বলা, বলা।
তবু যায় না কিছু বলা, বলা।
তাই ভাবছি না আমি আর
তাই ভাবছি না আমি আর
চমকে উঠি হঠাৎ
চমকে উঠি হঠাৎ
দেয়াল জুড়ে ছায়াটা কার
দেয়াল জুড়ে ছায়াটা কার
আবারও কি দেখছি তোমায়।
আবারও কি দেখছি তোমায়।
তাই কাঁদছি না আমি আর
তাই কাঁদছি না আমি আর
হয়তো ভুলে হঠাৎ
হয়তো ভুলে হঠাৎ
আড়াল করছি না, কি দরকার
আড়াল করছি না, কি দরকার
কেউ দেখছে না আঘাত।
Никто не видит этого.





Writer(s): Anwar Hossain Ador


Attention! N'hésitez pas à laisser des commentaires.