Tahsan - Kritodasher Nirban - traduction des paroles en russe

Paroles et traduction Tahsan - Kritodasher Nirban




কামনাকে প্রথম বলি
কামনাকে প্রথম বলি
বিষয় বাসনাকে দ্বিতীয় জানি
বিষয় বাসনাকে দ্বিতীয় জানি
আরাধনা...
আরাধনা...
আরাধনাকে তৃতীয় জানি
আরাধনাকে তৃতীয় জানি
আপন প্রলাপ তাকে চতুর্থ মানি
আপন প্রলাপ তাকে চতুর্থ মানি
দর্শন বুঝিনা, পড়িনি বিজ্ঞান
দর্শন বুঝিনা, পড়িনি বিজ্ঞান
ধর্মভীরু, তবু নেই মনে ধ্যান
ধর্মভীরু, তবু নেই মনে ধ্যান
কৃত্যদাস আমি এই দেহের ভিতর
কৃত্যদাস আমি এই দেহের ভিতর
ভর করে যত পুস্তকের উপর
ভর করে যত পুস্তকের উপর
আমি...
আমি...
গর্ভে ধারণ, অস্থিতে পচন
গর্ভে ধারণ, অস্থিতে পচন
মাঝে কিছুক্ষণ বিশ্বাস প্রবণ
মাঝে কিছুক্ষণ বিশ্বাস প্রবণ
স্বত্বার আত্মার প্রলাপ শুনি
স্বত্বার আত্মার প্রলাপ শুনি
দেহের বাইরে নিজের ধ্বনি
দেহের বাইরে নিজের ধ্বনি
বিদ্যা বুদ্ধিকে প্রথম জানি
বিদ্যা বুদ্ধিকে প্রথম জানি
আচার সাধনাকে দ্বিতীয় মানি
আচার সাধনাকে দ্বিতীয় মানি
অগাধ প্রেম...
অগাধ প্রেম...
প্রেম ভক্তিকে তৃতীয় মানি
প্রেম ভক্তিকে তৃতীয় মানি
অসীম সাহসকে চতুর্থ জানি
অসীম সাহসকে চতুর্থ জানি
কৃত্রিম কেন কিছু নিয়ম মানি?
কৃত্রিম কেন কিছু নিয়ম মানি?
ভালো কি মন্দ তাতো এমনি জানি
ভালো কি মন্দ তাতো এমনি জানি
দ্বিধা নিয়ে বিশ্বাস লোভের কারণ
দ্বিধা নিয়ে বিশ্বাস লোভের কারণ
রাবকে দেখতে চাওয়া কোথায় বারন, বলো?
রাবকে দেখতে চাওয়া কোথায় বারন, বলো?
গর্ভে ধারণ, অস্থিতে পচন
গর্ভে ধারণ, অস্থিতে পচন
মাঝে কিছুক্ষণ বিশ্বাস প্রবণ
মাঝে কিছুক্ষণ বিশ্বাস প্রবণ
স্বত্বার আত্মার প্রলাপ শুনি
স্বত্বার আত্মার প্রলাপ শুনি
দেহের বাইরে নিজের ধ্বনি
দেহের বাইরে নিজের ধ্বনি
গর্ভে ধারণ, অস্থিতে পচন
গর্ভে ধারণ, অস্থিতে পচন
মাঝে কিছুক্ষণ বিশ্বাস প্রবণ
মাঝে কিছুক্ষণ বিশ্বাস প্রবণ
স্বত্বার আত্মার প্রলাপ শুনি
স্বত্বার আত্মার প্রলাপ শুনি
দেহের বাইরে নিজের ধ্বনি
Звуки себя за пределами тела.






Attention! N'hésitez pas à laisser des commentaires.