Warfaze - Basanta - перевод текста песни на немецкий

Текст песни и перевод на немецкий Warfaze - Basanta




Basanta
Frühling
বিকেলের এই রোদ্দুরেতে, বসন্তেরই সাথে
In diesem Nachmittagslicht, mit dem Frühling zusammen,
সেজেছে প্রকৃতি, অপরুপ এক সাজে
hat sich die Natur geschmückt, in einem unvergleichlichen Gewand.
সারা আকাশ জুড়ে শুধু পাখিদেরই মেলা
Über den ganzen Himmel nur ein Treiben der Vögel,
ক্লান্তি নেই যেন, উড়েছ সারাবেলা
keine Müdigkeit scheint es zu geben, sie fliegen den ganzen Tag.
এরই মাঝে, খুঁজে পাই আমি, আমায় আমি
Inmitten dessen finde ich mich, mein wahres Ich,
এরই মাঝে খুঁজে পাই যে আমি জীবনের মানে কি?
Inmitten dessen finde ich, Liebling, den Sinn des Lebens.
মেঘে মেঘে আলো ছায়ায়, অনেক রঙের খেলা
In den Wolken, im Licht und Schatten, ein Spiel vieler Farben,
সবুজের দিগন্ত জুড়ে বসন্তেরই মেলা
ein Frühlingsfest über den grünen Horizont.
হিমেল হাওয়া ছুঁয়ে আমায় বলে কানে কানে
Eine kühle Brise berührt mich und sagt mir ins Ohr,
একা নও তুমি বসন্তেও উৎসবে।
du bist nicht allein, auch im Frühlingsfest.





Авторы: Rabindranath Tagore


Внимание! Не стесняйтесь оставлять отзывы.