Alka Yagnik feat. Babul Supriyo - Sahena Jatona - перевод текста песни на русский

Текст и перевод песни Alka Yagnik feat. Babul Supriyo - Sahena Jatona




সহে না যাতনা
সহে না যাতনা
দিবস গণিয়া গণিয়া বিরলে
দিবস গণিয়া গণিয়া বিরলে
নিশিদিন বসে আছি শুধু পথপানে চেয়ে
নিশিদিন বসে আছি শুধু পথপানে চেয়ে
সখা হে, এলে না
সখা হে, এলে না
সহে না যাতনা
সহে না যাতনা
দিবস গণিয়া গণিয়া বিরলে
দিবস গণিয়া গণিয়া বিরলে
নিশিদিন বসে আছি শুধু পথপানে চেয়ে
নিশিদিন বসে আছি শুধু পথপানে চেয়ে
সখা হে, এলে না
সখা হে, এলে না
দিন যায়, রাত যায়, সব যায়
দিন যায়, রাত যায়, সব যায়
আমি বসে হায়
আমি বসে হায়
দেহে বল নাই, চোখে ঘুম নাই
দেহে বল নাই, চোখে ঘুম নাই
শুকায়ে গিয়াছে আঁখিজল
শুকায়ে গিয়াছে আঁখিজল
একে একে সব আশা ঝরে ঝরে পড়ে যায়
একে একে সব আশা ঝরে ঝরে পড়ে যায়
সহে না যাতনা
সহে না যাতনা
দিবস গণিয়া গণিয়া বিরলে
দিবস গণিয়া গণিয়া বিরলে
নিশিদিন বসে আছি শুধু পথপানে চেয়ে
নিশিদিন বসে আছি শুধু পথপানে চেয়ে
সখা হে, এলে না
সখা হে, এলে না
দিন যায়, রাত যায়, সব যায়
দিন যায়, রাত যায়, সব যায়
আমি বসে হায়
আমি বসে হায়
দেহে বল নাই, চোখে ঘুম নাই
দেহে বল নাই, চোখে ঘুম নাই
শুকায়ে গিয়াছে আঁখিজল
শুকায়ে গিয়াছে আঁখিজল
একে একে সব আশা ঝ'রে ঝ'রে প'ড়ে যায়
একে একে সব আশা ঝ'রে ঝ'রে প'ড়ে যায়
সহে না যাতনা
সহে না যাতনা
দিবস গণিয়া গণিয়া বিরলে
দিবস গণিয়া গণিয়া বিরলে
নিশিদিন বসে আছি শুধু পথপানে চেয়ে
নিশিদিন বসে আছি শুধু পথপানে চেয়ে
সখা হে, এলে না
সখা হে, এলে না
সহে না যাতনা
সহে না যাতনা
দিবস গণিয়া গণিয়া বিরলে
দিবস গণিয়া গণিয়া বিরলে
নিশিদিন বসে আছি শুধু পথপানে চেয়ে
নিশিদিন বসে আছি শুধু পথপানে চেয়ে
সখা হে, এলে না
সখা হে, এলে না





Авторы: Rabindranath Tagore


Внимание! Не стесняйтесь оставлять отзывы.