Arijit Singh - Tomake Chai - перевод текста песни на английский

Текст и перевод песни Arijit Singh - Tomake Chai




Tomake Chai
Tomake Chai
চল বলে ফেলি
Let me tell you
কত কথাকলি
How many stories
জন্মেছে বলতে তোমায়
Were born to tell you
তোমাকে চাই
I want you
ঝলসানো রাতের
On this scorching night
পোড়া বরাতে
This burnt offering
তুমি আমার অন্ধকার
You are my darkness
আর রোশনাই
And light
কার্নিশে আলতা মাখানো
Altar adorned with red paint
দিনেরা ঢলে পড়ে রাতে
Days fall into nights
তারপরে রাত্রি জাগানো
Then nights awaken
বাকি টা তোমারই তো হাতে
The rest is in your hands
জেগে জেগে আমি শুধু ঘুমিয়ে পড়তে চাই
Lying awake, just wanting to fall asleep
থেকে থেকে সেই মেঘেতে যাই বেড়াতে যাই
From time to time, I visit those clouds
তোমাকে পাই
I find you
চল বলে ফেলি
Let me tell you
কত কথাকলি
How many stories
জন্মেছে বলতে তোমায়
Were born to tell you
তোমাকে চাই
I want you
ঝলসানো রাতের
On this scorching night
পোড়া বরাতে
This burnt offering
তুমি আমার অন্ধকার
You are my darkness
আর রোশনাই
And light
জানো কি?
My dear
কেন দিন দুপুরে স্বপ্নে ভিজেছি
Why did I drown in dreams in the afternoon sun?
মানো কি?
My love
কেন রাত্রি হয়ে নামতে বসেছি
Why did I begin to descend as the night fell?
প্রতিদিন সবসময়
Every day, every time
দেখা দেখি হলে খুব ভালো হয়
I feel so good when I see you
ক্ষতি নেই
No harm
কাছে না বলে কয়েই চলে এলে
If you came without saying anything
দেখো সেই
Look at that
খুশি সাজাবো আমি হাজার ফুলে
I will decorate the joy with a thousand flowers
প্রতিদিন সবসময়
Every day, every time
দেখা দেখি হলে বড় ভালো হয়
I feel so good when I see you
চল বলে ফেলি
Let me tell you
কত কথাকলি
How many stories
জন্মেছে বলতে তোমায়
Were born to tell you
তোমাকে চাই
I want you
ঝলসানো রাতের
On this scorching night
পোড়া বরাতে
This burnt offering
তুমি আমার অন্ধকার
You are my darkness
আর রোশনাই
And light
কার্নিশে আলতা মাখানো
Altar adorned with red paint
দিনেরা ঢলে পড়ে রাতে
Days fall into nights
তারপরে রাত্রি জাগানো
Then nights awaken
বাকি টা তোমারই তো হাতে
The rest is in your hands
জেগে জেগে আমি শুধু ঘুমিয়ে পড়তে চাই
Lying awake, just wanting to fall asleep
থেকে থেকে সেই মেঘেতে যাই বেড়াতে যাই
From time to time, I visit those clouds
তোমাকে পাই
I find you
চল বলে ফেলি
Let me tell you
কত কথাকলি
How many stories
জন্মেছে বলতে তোমায়
Were born to tell you
তোমাকে চাই
I want you
ঝলসানো রাতের
On this scorching night
পোড়া বরাতে
This burnt offering
তুমি আমার অন্ধকার
You are my darkness
আর রোশনাই
And light





Авторы: PRASEN, ARINDOM CHATTERJEE


Внимание! Не стесняйтесь оставлять отзывы.