Arnob - Purano Sei - перевод текста песни на английский

Текст и перевод песни Arnob - Purano Sei




Purano Sei
Old Memories
আয় আরেকটি আবার আয় শখা
Come again, my darling,
প্রাণের মাঝে আয়
Into my heart
মোরা সুখের দুঃখের কথা কবো
Let us talk of our joys and sorrows
প্রাণ জুরাবে তায়
And bring our souls together
পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়?
Can you forget the memories of those old days, my dear?
সেই চোখে দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়?
Can you forget those intimate looks, those heartfelt words?
মোরা ভোরের বেলা ফুল তুলেছি,
We gathered flowers in the morning,
দুলেছি দোলায়
We swung on the swing
বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়
We played the flute and sang under the bakul tree
হায় মাঝে হল ছাড়াছাড়ি,
Alas, we were separated,
গেলেম কে কোথায়?
And we went our separate ways
আবার দেখা যদি হল, সখা,
If we meet again, my love,
প্রাণের মাঝে আয়
Come into my heart
পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়?
Can you forget the memories of those old days, my dear?
সেই চোখে দেখা,
Can you forget those intimate looks,
প্রাণের কথা, সে কি ভোলা যায়?
Those heartfelt words?
সে কি ভোলা যায়?
Can you forget?
(সে কি ভোলা যায়?)
(Can you forget?)
(সে কি ভোলা যায়?)
(Can you forget?)





Авторы: Rabindranath Tagore


Внимание! Не стесняйтесь оставлять отзывы.