Arnob - Shonar Moyna Paki - перевод текста песни на русский

Текст и перевод песни Arnob - Shonar Moyna Paki




আমার সোনার ময়না পাখি
আমার সোনার ময়না পাখি
কোন দেশেতে গেলা উইড়া রে
কোন দেশেতে গেলা উইড়া রে
দিয়া মোরে ফাঁকি রে
দিয়া মোরে ফাঁকি রে
আমার সোনার ময়না পাখি
আমার সোনার ময়না পাখি
সোনা বরণ পাখিরে আমার
সোনা বরণ পাখিরে আমার
কাজল বরণ আঁখি
কাজল বরণ আঁখি
সোনা বরণ পাখিরে আমার
সোনা বরণ পাখিরে আমার
কাজল বরণ আঁখি
কাজল বরণ আঁখি
দিবানিশি মন চায় ওরে
দিবানিশি মন চায় ওরে
বাইন্ধা তরে রাখি রে
বাইন্ধা তরে রাখি রে
আমার সোনার ময়না পাখি
আমার সোনার ময়না পাখি
দেহ দিছি প্রাণ ওরে দিছি
দেহ দিছি প্রাণ ওরে দিছি
আর নাই কিছু বাকী
আর নাই কিছু বাকী
দেহ দিছি প্রাণ ওরে দিছি
দেহ দিছি প্রাণ ওরে দিছি
আর নাই কিছু বাকী
আর নাই কিছু বাকী
শত ফুলের বাসন দিয়ারে
শত ফুলের বাসন দিয়ারে
অঙ্গে দিছি মাখি রে
অঙ্গে দিছি মাখি রে
আমার সোনার ময়না পাখি
আমার সোনার ময়না পাখি
যাইবা যদি নিঠুর পাখি
যাইবা যদি নিঠুর পাখি
ভাসাইয়া মোর আঁখি
ভাসাইয়া মোর আঁখি
যাইবা যদি নিঠুর পাখি
যাইবা যদি নিঠুর পাখি
ভাসাইয়া মোর আঁখি
ভাসাইয়া মোর আঁখি
জীবন যাবার কালে রে
জীবন যাবার কালে রে
পাখি রে
পাখি রে
জীবন যাবার কালে রে
জীবন যাবার কালে রে
একবার যেন দেখি রে
একবার যেন দেখি রে
আমার সোনার ময়না পাখি
আমার সোনার ময়না পাখি
কোন দেশেতে গেলা উইড়া রে
কোন দেশেতে গেলা উইড়া রে
দিয়া মোরে ফাঁকি রে
দিয়া মোরে ফাঁকি রে
আমার সোনার ময়না পাখি
আমার সোনার ময়না পাখি






Внимание! Не стесняйтесь оставлять отзывы.