Bappi Lahiri - Dinkhan Dekhe Prem Hoy Na - перевод текста песни на английский

Текст и перевод песни Bappi Lahiri - Dinkhan Dekhe Prem Hoy Na




Dinkhan Dekhe Prem Hoy Na
Dinkhan Dekhe Prem Hoy Na
দিনক্ষণ দেখে প্রেম হয়না
Don't look for days and times to fall in love
ভালোবাসা হটাৎই হয়।
Love happens suddenly.
দিনক্ষণ দেখে প্রেম হয়না
Don't look for days and times to fall in love
ভালোবাসা হটাৎই হয়
Love happens suddenly
দিনক্ষণ দেখে প্রেম হয়না
Don't look for days and times to fall in love
ভালোবাসা হটাৎই হয়
Love happens suddenly
ভুল নয়, ভুল নয়, এত ভুল নয়
Not wrong, not wrong, it's not so wrong
দিনক্ষণ দেখে প্রেম হয়না
Don't look for days and times to fall in love
ভালোবাসা হটাৎই হয়।।
Love happens suddenly.
তোমার যোগ্য আমি কি না
I don't know if I'm worthy of you
তা তো আমি আজও জানি না
I don't know even today
তোমার যোগ্য আমি কি না
I don't know if I'm worthy of you
তা তো আমি আজও জানি না
I don't know even today
শুধু জানি ভালোবাসতে
I only know how to love
চেয়েছিল আমার হৃদয়
My heart had wished
ভুল নয়, ভুল নয়, এত ভুল নয়
Not wrong, not wrong, it's not so wrong
দিনক্ষণ দেখে প্রেম হয়না
Don't look for days and times to fall in love
ভালোবাসা হটাৎই হয়
Love happens suddenly
দিনক্ষণ দেখে প্রেম হয়না
Don't look for days and times to fall in love
ভালোবাসা হটাৎই হয়।।
Love happens suddenly.
হম্ম ফুল আমি, ফুটেছি শাখায়
Hmm, I'm a flower, blooming on the branch
সে তোমার খুশি
It's your choice, dear
তাকে রাখবে খোঁপায় নাকি ফেলবে ধুলায়।
Will you keep it in your bun or throw it in the dust?
নাই বা পেলাম আলো কিছু
I didn't get any light
ছায়াতেই রইলাম পিছু
I stayed behind in the shadows
নাই বা পেলাম আলো কিছু
I didn't get any light
ছায়াতেই রইলাম পিছু
I stayed behind in the shadows
স্মৃতিটুকু শুধু দিয়ে যেও
Just give me a memory
সব ছেড়ে যাবার সময়
At the time of leaving everything
ভুল নয়, ভুল নয়, এত ভুল নয়
Not wrong, not wrong, it's not so wrong
দিনক্ষণ দেখে প্রেম হয়না
Don't look for days and times to fall in love
ভালোবাসা হটাৎই হয়
Love happens suddenly
দিনক্ষণ দেখে প্রেম হয়না
Don't look for days and times to fall in love
ভালোবাসা হটাৎই হয়।।
Love happens suddenly.





Авторы: BAPPI LAHIRI, PULAK BANDHYAPADHYA


Внимание! Не стесняйтесь оставлять отзывы.