Debabrata Biswas - Ami Chanchala Hey - перевод текста песни на немецкий

Ami Chanchala Hey - Debabrata Biswasперевод на немецкий




Ami Chanchala Hey
Ich bin unruhig
আমি চঞ্চল হে
Ich bin unruhig
আমি সুদূরের পিয়াসি
Ich dürste nach der Ferne
আমি চঞ্চল হে
Ich bin unruhig
আমি সুদূরের পিয়াসি
Ich dürste nach der Ferne
আমি চঞ্চল হে
Ich bin unruhig
আমি সুদূরের পিয়াসি
Ich dürste nach der Ferne
আমি চঞ্চল হে
Ich bin unruhig
দিন চলে যায়, আমি আনমনে তারি আশা চেয়ে থাকি বাতায়নে
Der Tag vergeht, und ich suche vergeblich nach Hoffnung in der Leere
ওগো, প্রাণে মনে আমি যে তাহার পরশ পাবার প্রয়াসী
Oh, meine Seele sehnt sich danach, ihre Nähe zu spüren
আমি সুদূরের পিয়াসি
Ich dürste nach der Ferne
ওগো সুদূর, বিপুল সুদূর, তুমি যে বাজাও ব্যাকুল বাঁশরি
Oh Ferne, weite Ferne, du spielst die klagende Flöte
মোর ডানা নাই, আছি এক ঠাঁই, সে কথা যে যাই পাশরি
Ich habe nichts zu geben, nur diese Worte, die flüstern
আমি চঞ্চল হে
Ich bin unruhig
আমি উন্মনা হে
Ich bin ungestüm
হে সুদূর, আমি উদাসী
Oh Ferne, ich bin traurig
রৌদ্র-মাখানো অলস বেলায় তরুমর্মরে ছায়ার খেলায়
Stürmische Tage, müßige Stunden, ein Spiel aus Schatten und Licht
কী মুরতি তব নীল আকাশে নয়নে উঠে গো আভাসি
Welche Gestalt erscheint mir dort am blauen Himmel?
হে সুদূর, আমি উদাসী
Oh Ferne, ich bin traurig
ওগো সুদূর, বিপুল সুদূর, তুমি যে বাজাও ব্যাকুল বাঁশরি
Oh Ferne, weite Ferne, du spielst die klagende Flöte
কক্ষে আমার রুদ্ধ দুয়ার সে কথা যে যাই পাশরি
Hinter verschlossenen Türen flüstern mir diese Worte
আমি চঞ্চল হে
Ich bin unruhig






Внимание! Не стесняйтесь оставлять отзывы.