Indrani Sen - Tumi Robe Nirobe текст песни

Текст песни Tumi Robe Nirobe - Indrani Sen



তুমি রবে নীরবে
হৃদয়ে মম
তুমি রবে নীরবে
নিবিড়, নিভৃত, পূর্ণিমা নিশীথিনী-সম
তুমি রবে নীরবে
হৃদয়ে মম
তুমি রবে নীরবে
মম জীবন যৌবন
মম অখিল ভুবন
তুমি ভরিবে গৌরবে
নিশীথিনী-সম
তুমি রবে নীরবে
হৃদয়ে মম
তুমি রবে নীরবে
জাগিবে একাকী তব করুণ আঁখি
তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি
জাগিবে একাকী তব করুণ আঁখি
তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি
মম দুঃখবেদন
মম সফল স্বপন
মম দুঃখবেদন
মম সফল স্বপন
তুমি ভরিবে সৌরভে
নিশীথিনী সম
তুমি রবে নীরবে
হৃদয়ে মম
তুমি রবে নীরবে
নিবিড়, নিভৃত, পূর্ণিমা নিশীথিনী সম
তুমি রবে নীরবে
হৃদয়ে মম
তুমি রবে নীরবে



Авторы: Rabindranath Tagore


Indrani Sen - Tumi Robe Nirobe
Альбом Tumi Robe Nirobe
дата релиза
01-01-2011




Внимание! Не стесняйтесь оставлять отзывы.