Kishore Kumar feat. Ronti - Tumi Amar Anonto Prem - перевод текста песни на английский

Текст и перевод песни Kishore Kumar feat. Ronti - Tumi Amar Anonto Prem




Tumi Amar Anonto Prem
Your Infinite Love
অনন্ত প্রেম
Infinite love
তোমারেই যেন ভালোবাসিয়াছি
You are the only one I have loved
শত রূপে শত বার
In a hundred forms, a hundred times
জনমে জনমে, যুগে যুগে অনিবার।
Life after life, age after age, inevitably.
চিরকাল ধরে মুগ্ধ হৃদয়
My mesmerized heart has been
গাঁথিয়াছে গীতহার,
Composing a garland of songs for ages,
কত রূপ ধরে পরেছ গলায়,
In how many forms have you appeared,
নিয়েছ সে উপহার
Bringing it as a gift
জনমে জনমে যুগে যুগে অনিবার।
Life after life, age after age, inevitably.
যত শুনি সেই অতীত কাহিনী,
As much as I hear those past stories,
প্রাচীন প্রেমের ব্যথা,
The pain of ancient love,
অতি পুরাতন বিরহমিলনকথা,
The very old story of the union of separation,
অসীম অতীতে চাহিতে চাহিতে
Looking and looking into the infinite past
দেখা দেয় অবশেষে
Finally appears
কালের তিমিররজনী ভেদিয়া
Piercing the dark night of time
তোমারি মুরতি এসে,
Your idol came,
চিরস্মৃতিময়ী ধ্রুবতারকার বেশে।
In the guise of an eternal star of eternal memory.
আমরা দুজনে ভাসিয়া এসেছি
We both have floated
যুগল প্রেমের স্রোতে
On the stream of mutual love
অনাদিকালের হৃদয়-উৎস হতে।
From the heart-source of the beginningless time.
আমরা দুজনে করিয়াছি খেলা
We both have played
কোটি প্রেমিকের মাঝে
Amongst millions of lovers
বিরহবিধুর নয়নসলিলে,
In the tears of the eyes of the bereaved,
মিলনমধুর লাজে–
In the sweetness of union -
পুরাতন প্রেম নিত্যনূতন সাজে।
Old love in new clothes.
আজি সেই চিরদিবসের প্রেম
Today that love of eternity
অবসান লভিয়াছে
Has come to an end
রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে।
In heaps at your feet.
নিখিলের সুখ, নিখিলের দুখ,
All happiness, all sorrows,
নিখিল প্রাণের প্রীতি,
The love of all hearts,
একটি প্রেমের মাঝারে মিশেছে
In the midst of one love has dissolved
সকল প্রেমের স্মৃতি–
The memory of all love -
সকল কালের সকল কবির গীতি।
The songs of all poets of all time.





Авторы: bappa raj


Внимание! Не стесняйтесь оставлять отзывы.