Текст и перевод песни Shireen - Moner Bagane
Добавлять перевод могут только зарегистрированные пользователи.
মনেরো
বাগানে
ফুটিলো
ফুলরে
মনেরো
বাগানে
ফুটিলো
ফুলরে
রসিক
ভ্রমর
আইলোনা
রসিক
ভ্রমর
আইলোনা
ফুলের
মধু
খাইলোনা
ফুলের
মধু
খাইলোনা
মনেরো
বাগানে
ফুটিলো
ফুলরে
মনেরো
বাগানে
ফুটিলো
ফুলরে
রসিক
ভ্রমর
আইলোনা
রসিক
ভ্রমর
আইলোনা
ফুলের
মধু
খাইলোনা
ফুলের
মধু
খাইলোনা
পিরিতেরো
এতো
জ্বালা,
বন্দুয়ানা
জানেরে
পিরিতেরো
এতো
জ্বালা,
বন্দুয়ানা
জানেরে
বনেরো
পাখি
যদি
হইতাম,
উড়িয়া
যাইতাম
কাছেরে
বনেরো
পাখি
যদি
হইতাম,
উড়িয়া
যাইতাম
কাছেরে
প্রেমিক
ছাড়া
মনেরো
কথারে
প্রেমিক
ছাড়া
মনেরো
কথারে
সকলেতো
বুঝেনা
সকলেতো
বুঝেনা
ফুলের
মধু
খাইলোনা
ফুলের
মধু
খাইলোনা
মনেরো
বাগানে
ফুটিলো
ফুলরে
মনেরো
বাগানে
ফুটিলো
ফুলরে
রসিক
ভ্রমর
আইলোনা
রসিক
ভ্রমর
আইলোনা
ফুলের
মধু
খাইলোনা
ফুলের
মধু
খাইলোনা
মাঝি
থাকিলে
কূলেতে
বসিয়া
মাঝি
থাকিলে
কূলেতে
বসিয়া
ভাটায়
নৌকা
চলে
না
ভাটায়
নৌকা
চলে
না
মাঝি
থাকিলে
কূলেতে
বসিয়া
মাঝি
থাকিলে
কূলেতে
বসিয়া
ভাটায়
নৌকা
চলে
না
ভাটায়
নৌকা
চলে
না
প্রেমেরো
সাগরে
মাঝি
না
থাকিলে
একলা
জীবন
কাটেনা
প্রেমেরো
সাগরে
মাঝি
না
থাকিলে
একলা
জীবন
কাটেনা
নারীরো
যৌবন
জোয়ারের
পানিরে
নারীরো
যৌবন
জোয়ারের
পানিরে
আজ
আছে
কাল
থাকেনা
আজ
আছে
কাল
থাকেনা
চিরো
জীবন
থাকেনা
চিরো
জীবন
থাকেনা
মনেরো
বাগানে
ফুটিলো
ফুলরে
মনেরো
বাগানে
ফুটিলো
ফুলরে
রসিক
ভ্রমর
আইলোনা
রসিক
ভ্রমর
আইলোনা
ফুলের
মধু
খাইলোনা
ফুলের
মধু
খাইলোনা
মনেরো
বাগানে
ফুটিলো
ফুলরে
মনেরো
বাগানে
ফুটিলো
ফুলরে
রসিক
ভ্রমর
আইলোনা
রসিক
ভ্রমর
আইলোনা
ফুলের
মধু
খাইলোনা
ফুলের
মধু
খাইলোনা
Оцените перевод
Оценивать перевод могут только зарегистрированные пользователи.
Авторы: habib wahid, abdul gafur hali
Внимание! Не стесняйтесь оставлять отзывы.