Tahsan - Kritodasher Nirban - перевод текста песни на английский

Текст и перевод песни Tahsan - Kritodasher Nirban




Kritodasher Nirban
Kritodasher Nirban
কামনাকে প্রথম বলি
I worship desire first
বিষয় বাসনাকে দ্বিতীয় জানি
I know passion and lust second
আরাধনা...
Worship...
আরাধনাকে তৃতীয় জানি
I know worship third
আপন প্রলাপ তাকে চতুর্থ মানি
I consider my own delirium as the fourth
দর্শন বুঝিনা, পড়িনি বিজ্ঞান
I don't understand philosophy, I haven't studied science
ধর্মভীরু, তবু নেই মনে ধ্যান
I'm religious, yet I don't meditate
কৃত্যদাস আমি এই দেহের ভিতর
I am a slave to this body
ভর করে যত পুস্তকের উপর
That burdens me with so many books
আমি...
I...
গর্ভে ধারণ, অস্থিতে পচন
Conceived in the womb, decomposed to bones
মাঝে কিছুক্ষণ বিশ্বাস প্রবণ
For a while, I'm inclined to believe
স্বত্বার আত্মার প্রলাপ শুনি
I hear the delirium of my own soul
দেহের বাইরে নিজের ধ্বনি
My own voice outside my body
বিদ্যা বুদ্ধিকে প্রথম জানি
I know knowledge and intellect first
আচার সাধনাকে দ্বিতীয় মানি
I consider rituals and practices second
অগাধ প্রেম...
Endless love...
প্রেম ভক্তিকে তৃতীয় মানি
I consider love and devotion third
অসীম সাহসকে চতুর্থ জানি
I know boundless courage as the fourth
কৃত্রিম কেন কিছু নিয়ম মানি?
Why do I follow some artificial rules?
ভালো কি মন্দ তাতো এমনি জানি
I know innately what is good and bad
দ্বিধা নিয়ে বিশ্বাস লোভের কারণ
Hesitation and doubt stem from greed
রাবকে দেখতে চাওয়া কোথায় বারন, বলো?
Tell me, where is it forbidden to see God?
গর্ভে ধারণ, অস্থিতে পচন
Conceived in the womb, decomposed to bones
মাঝে কিছুক্ষণ বিশ্বাস প্রবণ
For a while, I'm inclined to believe
স্বত্বার আত্মার প্রলাপ শুনি
I hear the delirium of my own soul
দেহের বাইরে নিজের ধ্বনি
My own voice outside my body
গর্ভে ধারণ, অস্থিতে পচন
Conceived in the womb, decomposed to bones
মাঝে কিছুক্ষণ বিশ্বাস প্রবণ
For a while, I'm inclined to believe
স্বত্বার আত্মার প্রলাপ শুনি
I hear the delirium of my own soul
দেহের বাইরে নিজের ধ্বনি
My own voice outside my body






Внимание! Не стесняйтесь оставлять отзывы.