Текст песни Prarthonar Upohar - Tahsan
প্রার্থনার
উপহার
আজ
আমার
স্মিত
অবয়বে
অপেক্ষার
প্রহরশেষে
অবশেষে
আমি
নির্বাণে,
আজ
আমার
এই
মনে
ক্ষত
নেই
বিশ্বাসে
নেই
অভিনয়
সমাজের
স্থুলভয়ে,
দাঁড়িয়ে
মাথা
উচুঁ
করে
ঈর্ষাকাতর
নির্বোধেরা
আজ
ধুলোয়
মিশে
আছে
পরাজয়ে॥
প্রার্থনায়
তুমি
এসো
কর্মজীবীদের
দলে,
কর্মস্থলে
তুমি
আর
আমি
জয়ী।
ভীড়ো
না
ওদের
দলে,
পরজীবীদের
দলে!
কর্মস্থলে
পরাজয়ী
হীনমন্যতায়।
আজ
আমার
দলে
কোটি
জনতা
খেলে।
নেতিবাচকতা
ওদের,
ছোঁয়
না
আমায়।
প্রার্থনায়
এসো
তোদের
আমার
দলে
একসাথে
মোরা
আজ
জয়ী।
প্রার্থনার
উপহার
আজ
আমার
স্মিত
অবয়বে,
অপেক্ষার
প্রহরশেষে
অবশেষে
আমি
নির্বাণে,
আজ
আমার
এ
মন
ক্ষত
নেই
বিশ্বাসে,
নেই
অভিনয়
সমাজের
স্থুলভয়ে!
দাঁড়িয়ে
মাথা
উচুঁ
করে
ঈষাকাতর
নির্বোধেরা
আজ
ধুলোয়
মিশ।।।

Внимание! Не стесняйтесь оставлять отзывы.