Anupam Roy - Bishonno Chimney Lyrics

Lyrics Bishonno Chimney - Anupam Roy



কোনো শেষ রাতের অভিমান
ঘুম কেড়ে নেওয়া গান
শুনিয়ে যায় আবার সে আমায়
আমি শূণ্যে হাত বাড়াই
ধূসরে ছুটে যাই
ঝরা পাতার ডাকে
আমি ঘর ছাড়া কি তাই?
কোনো শেষ রাতের অভিমান
ঘুম কেড়ে নেওয়া গান
শুনিয়ে যায় আবার সে আমায়
আমি শূণ্যে হাত বাড়াই
ধূসরে ছুটে যাই
ঝরা পাতার ডাকে
আমি ঘর ছাড়া কি তাই?
এখন কোথায় যাবো, বলো
তাকে কোথায় পাবো, বলো
এখন কোথায় যাবো, বলো
তাকে কোথায় পাবো, বলো
সে কি রাজধানী পাল্টে ফেলেছে?
আর কেউ নেই দাঁড়িয়ে জানলায়
এই আকাশ ক্রমশ ঢেকেছে
বিষণ্ণ চিমনির ধোঁয়ায়
বিষণ্ণ চিমনির ধোঁয়ায়
বিষণ্ণ চিমনির ধোঁয়ায়
এই রোদ পোড়া দেশে
এলাম অবশেষে
আমি ঘূর্ণিঝড়ের চোখ খুঁজে পাই
আমি পাটিতে হাঁটি
যাতে না কাঁপে মাটি
তবু চোখ খুলেছি যেই
আমি অন্ধ হয়ে যাই
এখন কোথায় যাবো, বলো
তাকে কোথায় পাবো, বলো
এখন কোথায় যাবো, বলো
তাকে কোথায় পাবো, বলো
সে কি রাজধানী পাল্টে ফেলেছে?
আর কেউ নেই দাঁড়িয়ে জানলায়
আকাশ ক্রমশ ঢেকেছে
বিষণ্ণ চিমনির ধোঁয়ায়
বিষণ্ণ চিমনির ধোঁয়ায়
বিষণ্ণ চিমনির ধোঁয়ায়
বিষণ্ণ চিমনির ধোঁয়ায়
বিষণ্ণ চিমনির ধোঁয়ায়




Anupam Roy - Bornoporichoy - Single
Album Bornoporichoy - Single
date of release
05-07-2019




Attention! Feel free to leave feedback.