Arijit Singh - Benche Theke Labh Ki Bol Lyrics

Lyrics Benche Theke Labh Ki Bol - Arijit Singh



বেঁচে থেকে লাভ কী বল
তোকে ছাড়া আর
খুঁজেছে জবাব অচল
মন কোথাকার
জানে স্বপ্ন তার পাতায় কত কী
কত যত্নে দেখেছি আর লিখেছি
যা চলে তুই, ওহো, সব ভুলে তুই
যা চলে তুই, ওহো, সব ভুলে তুই
বেঁচে থেকে লাভ কী বল
তোকে ছাড়া আর
খুঁজেছে জবাব অচল
মন কোথাকার
কেন হয় এমন, মনে নেই তো মন
হাওয়া বড়োই বেরঙিন
না রে নয় সহজ, পাওয়া তোর মতন
আর কাউকেও কোনোদিন
হারিয়ে গেলাম, ফুরিয়ে এলাম
চোখে শুকিয়ে গেল জল
বেঁচে থেকে লাভ কী বল
তোকে ছাড়া আর
খুঁজেছে জবাব অচল
মন কোথাকার
কী যে বলব আর, দূরত্বটার
দেখি নেই রে কোনো শেষ
তবু দেখ না তুই, বসে পাশটাতেই
গেলি আলোকবর্ষ দেশ
হারিয়ে গেলাম, ফুরিয়ে এলাম
চোখে শুকিয়ে গেল জল
বেঁচে থেকে লাভ কী বল
তোকে ছাড়া আর
খুঁজেছে জবাব অচল
মন কোথাকার




Arijit Singh - Rangbaaz (Original Motion Picture Soundtrack)
Album Rangbaaz (Original Motion Picture Soundtrack)
date of release
20-09-2013




Attention! Feel free to leave feedback.