Arijit Singh - Ke Ami Kothay Lyrics

Lyrics Ke Ami Kothay - Arijit Singh



হাজার অতীত জন্ম দাগের মতো
ফুটে থাকে তারায় তারায়
কে যেন ছিলাম মনে তো পড়ে না
ছায়াপথ শরীরে হারায়
কে আমি কোথায়?
কে আমি কোথায়?
কে আমি কোথায়?
কে আমি কোথায়?
আমি কি আমি?
না অন্য কেউ?
একই মুখ বহু ঠিকানায়
এসেছি যেমন মিশে যাব ঠিক
মাটি জল আগুন হাওয়ায়
প্রতি জনমে এক নতুন সে দিন
পুরোনো তারিখ খুঁজে পায়
বহু পথিকের একই পায়ে হাঁটা
'আমি'র গল্প শোনায়
কে আমি কোথায়?
কে আমি কোথায়?
কে আমি কোথায়?
কে আমি কোথায়?




Arijit Singh - Baishe Srabon
Album Baishe Srabon
date of release
30-09-2011




Attention! Feel free to leave feedback.