Arijit Singh - Khela Sesh (From "Highway") Lyrics

Lyrics Khela Sesh (From "Highway") - Arijit Singh



খেলা শেষ,
কত চিঠি লেখা ফিরে এলো না
এই বেশ,
একই পথ দিয়ে ফেরা হল না
খেলা শেষ,
কত চিঠি লেখা ফিরে এলো না
এই বেশ,
একই পথ দিয়ে ফেরা হল না
ঘুম শেষ,
দূরে ফুটে ছিল আলো
তুমি ভালোবাসো বলে।
ঢেউ নেই, স্রোত নেই, গতি নেই
থেমে গেলে ক্ষতি নেই
কন্ঠে আকুতি নেই।
আগুনের তাপে রোদ পোড়ে পিঠ
ঠোঁটে হাসি টেনে যেই
তুমি ঘুরে তাকাতেই।
হাতে রাখা আছে পুরোনো কবিতা
ছবিটা সরালেই খেলা শেষ
অথবা দুপাশে ঝরে গেছে কত
দিন ছুটি হয়ে গেলে খেলা শেষ।
খেলা শেষ ...
স্বাদ নেই, শুয়ে আছি কতকাল
দুচোখে নেশা নেই
রঙে মেলামেশা নেই।
গোলাকার পৃথিবীর মাঝখানে
জমে আছে অভিমান
শুনে যেতে হবে গান।
হাতে রাখা আছে, সময়ের কাঁটা
কিছুটা এগোলেই খেলা শেষ
মনে আছে কতো লুকিয়ে রেখেছি
ছুঁয়ে থাকা ফুরোলেই খেলা শেষ।
খেলা শেষ,
কত চিঠি লেখা ফিরে এলো না
এই বেশ,
একই পথ দিয়ে ফেরা হল না
ঘুম শেষ, দূরে ফুটে ছিল আলো
তুমি ভালোবাসো বলে।



Writer(s): Arindom Chatterjee, Kaushik Ganguly


Arijit Singh - Legend In Making - Anupam Roy
Album Legend In Making - Anupam Roy
date of release
04-03-2016




Attention! Feel free to leave feedback.