Asha Bhosle - Aaj Ami Achena Je Lyrics

Lyrics Aaj Ami Achena Je - Asha Bhosle



আজ আমি অচেনা জে
পোরিচয় হবে গানে গানে
আজ আমি অচেনা জে
পোরিচয় হবে গানে গানে
গান খানি যোদি ভালো
লাগে তবে রেখো পেরানে
গান খানি যোদি ভালো
লাগে তবে রেখো পেরানে
আজ আমি অচেনা জে
পোরিচয় হবে গানে গানে
আজ আমি অচেনা জে
পোরিচয় হবে গানে গানে
সুরেরো আকাসে আমি
ছোটো তারা হোতে চাই
সুরেরো আকাসে আমি
ছোটো তারা হোতে চাই
চাঁনদ হবো সেআসা কোথায়
সাজেরো পোদিপ হোতে চাই
নিজেকে বিলাবো ধুপেরি মোতো
নিজেকে বিলাবো ধুপেরি মোতো
চাই নাতো আর কিছু
আমি ওগো পোতি দানে
আজ আমি অচেনা জে
পোরিচয় হবে গানে গানে
আজ আমি অচেনা জে
পোরিচয় হবে গানে গানে
কতো সতো সিলপি এসে
সুনিয়ে গেছে কতো গান
কতো সতো সিলপি এসে
সুনিয়ে গেছে কতো গান
গেলো কেউ আধারে হারিয়ে
পেলো কেউ সিলপিরো মান
আজকে এসেছি আসানিয়ে আমি
আজকে এসেছি আসানিয়ে আমি
তোমাদের ভালো বাসা
তাই মোরে কাছে টানে
আজ আমি অচেনা জে
পোরিচয় হবে গানে গানে
আজ আমি অচেনা জে
পোরিচয় হবে গানে গানে



Writer(s): ASHA BHOSLE


Asha Bhosle - Surer Akashe
Album Surer Akashe
date of release
13-11-2014




Attention! Feel free to leave feedback.