Babul Supriyo feat. Shreya Ghoshal - Ekta Kotha Bolbo Lyrics

Lyrics Ekta Kotha Bolbo - Babul Supriyo , Shreya Ghoshal



একটা কথা বলবো যদি রাখো,
কি?
তোমার মনে আমার ছবি আঁকো
আচ্ছা!!
একটা কথা বলবো যদি রাখো,
হুঁ হুঁ!!
তোমার মনে আমার ছবি আঁকো
নেই কাছে যে রং তুলি
ভাবছি তোমায় কি বলি
নেই কাছে যে রং তুলি
ভাবছি তোমায় কি বলি
স্বপ্নেরই সাত রং দিয়ে ছবি আঁকবো
মনে রাখবো, মনে রাখবো
মনে রাখবো, মনে রাখবো।
একটা কথা বলবো যদি রাখো,
তোমার মনে আমার ছবি আঁকো।
চলোনা দুরে কোথাও, যাই দুজনে মিলে
এমনে জাগে যে ভয়, পথ হারিয়ে গেলে
তবুও যদি গো চাও আজ হারাতে রাজি
আমি তো আছি পাশে তোমার কাছাকাছি
কথা মন জানালো, বন্ধু দুহাত বাড়ালো
আজ নতুন দিনের আলো
বন্ধু তোমায় চেনালো
ভুলবোনা দিনটাকে, লিখে রাখবো
মনে রাখবো, মনে রাখবো
মনে রাখবো, মনে রাখবো।
একটা কথা বলবো ভেবেছিলাম
আচ্ছা, কি কথা?
নেই তো মনে ইশ ভুলে গেলাম
বা রে!!
কত যে কথা তোমায়
আমি জানাবো ভাবি
কিছু তো বলা হোলো
কিছু থাকনা বাকি
এভাবে যেন হাঁসি দেখি তোমারি মুখে
তুমিও সুখি জানি আজ আমারি সুখে
ওই হাসি কিছু জানালো জীবনটাকে চেনালো
আজ সবি লাগছে ভালো স্বপ্ন চিঠি পাঠালো
চিরদিন প্রিয় বন্ধুকে মনে রাখবো,
পাশে থাকবো, পাশে থাকবো
মনে রাখবো, মনে রাখবো।
একটা কথা বলবো যদি রাখো,
হুঁ হুঁ, শুনি!
তোমার মনে আমার ছবি আঁকো
নেই কাছে যে রং তুলি
ভাবছি তোমায় কি বলি
নেই কাছে যে রং তুলি
ভাবছি তোমায় কি বলি
স্বপ্নেরই সাত রং দিয়ে ছবি আঁকো
মনে রাখবো, মনে রাখবো.



Writer(s): Jeet Gannguli, Priyo Chattopadhyay


Babul Supriyo feat. Shreya Ghoshal - I Love You
Album I Love You
date of release
06-04-2020



Attention! Feel free to leave feedback.