Hannah Montana - Schooly Bully Lyrics

Lyrics Schooly Bully - Hannah Montana



এই অট্টালিকার ভিড়ে
কুৎসিত কথার বিচরণে
আমাদের বেশ চলে যায় চলে যায়
ফাঁকি দেয়া এক চিলতে রোদ
যার নেয়না কেউ কখনও খোজ
তোমার কপালে চুমু আঁকে
আঁকে রোজ
সে চেনে তোমাকে
তোমার নেই কিছু লুকোবার
আর আমি প্রার্থনা করি তোমার জন্যে
কত ভুল হাতড়ে খুঁজেছি
কতবার পথ হারিয়েছি
আলো ছোঁয়ার অপেক্ষায়
আলো যখন পেয়েছি তখন ভেবেছি কোথায় অন্ধকার
সে ছিল যেন আপন
একান্তই আমার
পাঁজরের মাঝে যত্নে
বেড়ে ওঠা শূন্যতা
তাকে মুক্ত দেয়ার হয়নি সাহস
তাই তোমাকে
তোমাকে পেয়ে ভেঙ্গে ফেলার ভয়
উড়ে যাও ডানা মেলে...
উড়ে যাও ডানা মেলে




Hannah Montana - Hannah Montana, Vol. 2
Album Hannah Montana, Vol. 2
date of release
04-06-2012




Attention! Feel free to leave feedback.