Jeet Gannguli - Menoka Lyrics

Lyrics Menoka - Jeet Gannguli



এলো মেলো করে দে মা
লুটে পুটে খাই
ডলার হাতে কলার তুলে
সুন্দরী পটাই
এলো মেলো করে দে মা
লুটে পুটে খাই
ডলার হাতে কলার তুলে
সুন্দরী পটাই
সুন্দরীদের মুখ
স্বাদ হলো টুক টুক
ফড়িং ছেরে ঘরের মাথা
ঘাসেয় ঘোরে মনটা
মেনোকা মাথায় দিলো ঘোমটা
হায় মেনোকা মাথায় দিলো ঘোমটা
হায় রে মেনোকা মাথায় দিলো ঘোমটা
আয় আয় ছুটে আয় মন
এটাই বৃন্দাবন
রাখাল সেজে বাঁশি বাজায় চল
চায় চায় বুকে প্রেম হোক
পান করে এক ঢোক
এমন নেশা কথায় পাবি বল
বাই বাই Pizza
Burgerও তুই যা
গরম গরম সিঙ্গারাতে
স্বাদ জেগেছে নোনটা
মেনোকা, মেনোকা, মেনোকা, মেনোকা
মেনোকা মাথায় দিলো ঘোমটা
হায় রে মেনোকা মাথায় দিলো ঘোমটা
হায় মেনোকা মাথায় দিলো ঘোমটা
সুন্দরী Sweet Heart
দু-সাহসী সকার্ট
হাই-হীল তোর টোকাশ টোকাশ টোক
তাঁতের শাড়ির টিপ
বুক করে ধীপ ধীপ
হার্ট বীর্ট রোজ নতুন নতুন সখ
ছীপ ফেলেছি আজ
রঙ্গীন মেজাজ
ঠকনা তে চোখ ভবছি ধরি
কোনটা ছেরে কোনটা
মেনোকা, মেনোকা, মেনোকা, মেনোকা
মেনোকা মাথায় দিলো ঘোমটা
হায় রে মেনোকা মাথায় দিলো ঘোমটা
হায় মেনোকা মাথায় দিলো ঘোমটা
মেনোকা



Writer(s): Raja Chanda, Jeet Gannguli


Jeet Gannguli - Dekh Kemon Lage
Album Dekh Kemon Lage
date of release
19-07-2017




Attention! Feel free to leave feedback.