Kanak Chapa - O Majhi Nao Chaira De Lyrics

Lyrics O Majhi Nao Chaira De - Kanak Chapa



হেইয়া হো হো হো হো
হেইয়া হো
হেইয়া হো হো হো হো
হেইয়া হো
মাঝি নাও ছাইড়া দে
মাঝি পাল উড়াইয়া দে
গা-রে মাঝি গা কোন গান
মাঝি নাও ছাইড়া দে
মাঝি পাল উড়াইয়া দে
গা-রে মাঝি গা কোন গান
মাঝি নাও ছাইড়া দে
মাঝি পাল উড়াইয়া দে
গা-রে মাঝি গা কোন গান
হেইয়া হো হো হো হো
হেইয়া হো
হেইয়া হো হো হো হো
হেইয়া হো
একদিন তোর নাও মাঝি
ভাসবে না রে নীল নদীর জলে
মাঝি রে...
সেদিন তোর গান মাঝি
শুনবে না কেউ গাইবে না বলে-
মাঝি রে...
একদিন তোর নাও মাঝি
ভাসবে না রে নীল নদীর জলে
মাঝি রে...
সেদিন তোর গান মাঝি
শুনবে না কেউ গাইবে না বলে-
কলের নৌকা কাইরা নিবে সুর
মাঝি নাও ছাইড়া দে
মাঝি পাল উড়াইয়া দে
গা-রে মাঝি গা কোন গান
মাঝি নাও ছাইড়া দে
মাঝি পাল উড়াইয়া দে
গা-রে মাঝি গা কোন গান
হেইয়া হো হো হো হো
হেইয়া হো
হেইয়া হো হো হো হো
হেইয়া হো...
যন্ত্রের নাও ধোঁয়া ছাইড়া
করবে আঁধার নীল আকাশটারে
মাঝি রে-
সেইদিন তোর নাও মাঝি
শূণ্য হয়ে থাকবে রে পরে-
মাঝি রে-
যন্ত্রের নাও ধোঁয়া ছাইড়া
করবে আঁধার নীল আকাশটারে
মাঝি রে-
সেইদিন তোর নাও মাঝি
শূণ্য হয়ে থাকবে রে পরে-
চল রে মাঝি যাইরে বহু দূর
মাঝি নাও ছাইড়া দে
মাঝি পাল উড়াইয়া দে
গা-রে মাঝি গা কোন গান
মাঝি নাও ছাইড়া দে
মাঝি পাল উড়াইয়া দে
গা-রে মাঝি গা কোন গান
মাঝি নাও ছাইড়া দে
মাঝি পাল উড়াইয়া দে
গা-রে মাঝি গা কোন গান
মাঝি নাও ছাইড়া দে
মাঝি পাল উড়াইয়া দে
গা-রে মাঝি গা কোন গান
Edited by MAZHAR




Kanak Chapa - Ek Shagor Rokter Binimoye
Album Ek Shagor Rokter Binimoye
date of release
06-05-2015




Attention! Feel free to leave feedback.