Manabendra Mukherjee - He Gobinda Rakho Charaane Lyrics

Lyrics He Gobinda Rakho Charaane - Manabendra Mukherjee



হে গোবিন্দ, রাখ চরণে
হে গোবিন্দ, রাখ চরণে
মোরা তব চরণে শরণাগত
তব চরণে শরণাগত
আশ্রয় দাও আশ্রিত জনে
হে গোবিন্দ, রাখ চরণে
গঙ্গা ঝরে যে শ্রীচরণ বেয়ে
কেন দুখ পাই সে চরণ চেয়ে
গঙ্গা ঝরে যে শ্রীচরণ বেয়ে
কেন দুখ পাই সে চরণ চেয়ে
ত্রিতাপ জ্বালা হর হে শ্রীহরি
চাহ করুণা সিক্ত নয়নে
রাখ চরণে
হে গোবিন্দ, রাখ চরণে
ভিক্ষা চাহিলে মানুষ নাহি ফেরায়
ভিক্ষা চাহিলে মানুষ নাহি ফেরায়
তোমার দুয়ারে হাত পাতিল যে
ফেরাবে কি, ফেরাবে কি তুমি তায়?
তব চরণ ধরিয়া ডুবে যদি মরি
রবে কলঙ্ক ভুবনে
রাখ চরণে
হে গোবিন্দ, রাখ চরণে
মোরা তব চরণে শরণাগত
আশ্রয় দাও আশ্রিত জনে
হে গোবিন্দ, রাখ চরণে
হে গোবিন্দ, রাখ চরণে



Writer(s): Kazi Nazrul Islam


Manabendra Mukherjee - Devotional Songs of Kazi Nazrul Islam
Album Devotional Songs of Kazi Nazrul Islam
date of release
31-12-1999




Attention! Feel free to leave feedback.